তিনি একাধারে সাংবাদিক, গল্পকার, ঔপন্যাসিক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। শুরুটা হয়েছিল বিপ্লবী সাহিত্য দিয়ে; এরপর সাংবাদিকতা। একসময় চলচ্চিত্রকেই শিল্পচর্চার মাধ্যম হিসেবে বেছে নেন। হয়ে ওঠেন দেশের চলচ্চিত্র আন্দোলনের চিরস্মরণীয় নাম। তিনি আর কেউ নন, কিংবদন্তি জহির রায়হান। আজ তার অন্তর্ধান দিবস। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি রবিবার সকালে অজ্ঞাত টেলিফোন কলের ডাকে ছুটে যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। মাত্র ৩৭ বছরের ক্ষুদ্রজীবনে দাপটের সঙ্গে চলচ্চিত্র ও সাহিত্যে দোর্দণ্ড প্রভাববিস্তার করে গেছেন। জহির রায়হানের তিরোধানের দিনে রইল তার নির্মিত পাঁচ সিনেমার কথা.
কাঁচের দেয়াল
জহির রায়হানের মুক্তিযুদ্ধপূর্বে নির্মিত চলচ্চিত্র ‘কাঁচের দেয়াল’। চলচ্চিত্রটির মুক্তির কাল ১৮ জানুয়ারি ১৯৬৩ সাল। যার রিল টাইম ৯১ মিনিট ১৬ সেকেন্ড। চলচ্চিত্রের প্রতিপাদ্য বিষয় হলো–‘মানুষ যতই আপন হোক না কেন, প্রত্যেকেই স্বার্থের নিগড়ে বাধা। স্বার্থছাড়া মানুষ একপাও সামনের দিকে এগোয় না। স্বার্থের ওপর ভিত্তি করে মানুষ তার আচরণকে পরিচালিত করে। চলচ্চিত্রটিতে দেখা যায় অসহায় এক তরুণী মামার বাড়িতে লালিত-পালিত। মায়ের মৃত্যুর পর তার বাবা হয়ে যায় বাউন্ডুলে। মামার পরিবারে মেয়েটির লাঞ্ছনা-বঞ্চনার শেষ নেই। তবে এক মামা(মামির ভাই) ও মামাতো ভাই(ভালোবাসে) তাকে আলাদা চোখে দেখে। মেয়েটি হঠাৎ লটারিতে অনেক টাকা পেয়ে যায়। এ সময় মামার পরিবারে তার আদর-যত্নও বেড়ে যায়। কিছুদিন পরেই সংবাদ আসে যে লটারি মিথ্যে। মেয়েটির ভাগ্যে আবার দুর্ভোগ নেমে আসে। শেষ পর্যন্ত বিদ্রোহ করে এবং বাড়ি থেকে কাচের দেয়াল ভেঙে বেরিয়ে পড়ে।’ সিনেমাটির গীত, কণ্ঠ ও সংগীতে ছিলেন খান আতাউর রহমান।
কখনও আসেনি
এটিই জহির রায়হান নির্মিত প্রথম চলচ্চিত্র। এতে নায়িকা হিসেবে অভিনয় করেন সুমিতা দেবী এবং তাঁর বিপরীতে অভিনয় করেন খান আতাউর রহমান। ১৯৬১ সালের ২৪ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়। মুক্তির দিনে প্রচারিত বিজ্ঞাপনে একটি অসম্ভব সাহসী বিবৃতি প্রকাশ করা হয়। বিজ্ঞাপনে বলা হয়েছিল, দেশের জনসাধারণ ২০ বছর পর যে ছবি দেখবে বলে আশা করেছিল, ২০ বছর আগেই দেশের তরুণরা সে ছবি তাদের উপহার দিল।
জীবন থেকে নেয়া
২০২০ সালের ১০ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তির অর্ধশতক পূর্ণ হয় জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’র । ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সিনেমাটির মাধ্যমে পরাধীনতার নিষ্পেষণের এক চিত্র সেলুলয়েডে অমর করে রেখেছেন নির্মাতা। তখনকার চলচ্চিত্রের গুণীদের মধ্যে কে ছিলেন না ছবিটিতে! ছিলেন– খান আতাউর রহমান, আনোয়ার হোসেন, শওকত আকবর, রওশন জামিল, রাজ্জাক, রোজী সামাদ, আমজাদ হোসেন। তাঁরা সবাই প্রয়াত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। এটি জহির রায়হানের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র বলেও বিবেচিত।
বেহুলা
এই সিনেমাটিও জহির রায়হানের আরেকটি কালজয়ী নির্মাণ। বাংলার প্রচলিত লোককাহিনি, হিন্দু পুরাণ মনসামঙ্গল কাব্যেরবেহুলা-লখিন্দরের উপাখ্যান অবলম্বনেই নির্মিত হয় সিনেমাটি। ‘বেহুলা’চরিত্রের জন্য সুচন্দাকে নিয়েছিলেন জহির রায়হান। এটি ছিল সুচন্দা অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি প্রখ্যাত পরিচালক সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’য় অভিনয় করেন। এতে লখিন্দরের ভূমিকায় অভিনয় করেন নায়করাজ রাজ্জাক। চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে এটিই ছিল রাজ্জাকের প্রথম সিনেমা।
সঙ্গম
জহির রায়হানের হাত ধরেই পাকিস্তানের চলচ্চিত্র রঙিন চলচ্চিত্রের জগতে প্রবেশ করেছিল। ১৯৬৪ সালে তাঁর নির্মিত উর্দু চলচ্চিত্র ‘সঙ্গম’ ছিল পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র। এই চলচ্চিত্রের ৬টি গানই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। বছরটি জহির রায়হানের জন্য দারুণ একটি বছর ছিল। একই বছরে প্রকাশিত হয়েছিল তাঁর রচিত কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’। এই উপন্যাসের জন্য ১৯৬৪ সালে আদমজী সাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: র চলচ চ ত র চলচ চ ত র র
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতার বিরুদ্ধে ধান লুটের অভিযোগ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে মারধর করে ১৩ জন কৃষকের ৬৬ একর জমির ধান লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় সংবাদ সম্মেলন করেন কৃষকরা। সেখানেই এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে কৃষক মো. মাসুদ মিয়া লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, তিনি, নায়েব আলী, মোস্তফা মিয়া ও সাইফুল মিয়াসহ ১৩ জন কৃষক সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোট ভাই আবদুল হকের কাছ থেকে এক বছরের জন্য ৬৬ একর বোরো জমি লিজ নিয়েছিলেন। প্রতি একর জমি ১৩ হাজার টাকায় লিজ নিয়ে চাষাবাদসহ প্রতি একরে খরচ পড়েছে প্রায় ৪৫ হাজার টাকা। প্রতি একরে ধান হওয়ার কথা ১০০ মণ। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। তিনি (মাসুদ মিয়া) লিজ নিয়েছিলেন ৬ একর জমি।
সংবাদ সম্মেলনে মাসুদ মিয়া উল্লেখ করেন, আবদুল হক মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। এ কারণে তাঁর জমি তিনি লিজ দিয়েছেন। তাঁর সঙ্গে বিএনপি নেতা জাহাঙ্গীরের রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু কৃষকরা কী দোষ করেছেন। গত শনিবার কম্বাইন হারভেস্টার দিয়ে সমুদয় ধান জাহাঙ্গীরের লোকজন কেটে নিয়ে গেছেন। এতে কৃষক ও তাদের স্বজনরা বাধা দিতে গেলে হামলা চালানো হয়। হামলায় পাঁচজন কৃষক আহত হন।
আহতরা হলেন– মাসুদ মিয়া (৪০), মোস্তফা মিয়া (৪৫), সাইফুল মিয়া (৪০), কাছুম আলী (৫৫) ও জামির হোসেন (৪৩)। গুরুতর আহত মোস্তফা মিয়া ঢাকায় চিকিৎসাধীন।
বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের ভাষ্য, এসব জমির প্রকৃত মালিকরা থাকেন কিশোরগঞ্জ শহরে। তাদের জমি সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোট ভাই আবদুল হক জোরপূর্বক দখল করেছিলেন। ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেলে প্রকৃত মালিকরাই জমি আবাদ করেছিলেন। তারা নিজেদের জমির ধান কাটার সময় অভিযোগকারীদের ৫ একরের মতো জমির ধান কাটা হয়ে থাকতে পারে। তাঁকে বিতর্কিত করার জন্যই আবদুল হকের লোকজন সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে কয়েকজন জামা খুলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা মিঠামইন থানায় গেলে লিখিত অভিযোগ দিতে বলা হয়। কিন্তু জমির মালিকদের তালিকা দেওয়ার পরও জাহাঙ্গীরের প্রভাবে থানা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এ বিষয়ে মিঠামইন থানার ওসি শফিউল আলম দাবি করেন, জমির ধান কাটার তিন-চার দিন আগে কয়েকজন তাঁর কাছে অনানুষ্ঠানিকভাবে জানান, তারা ধান কাটার ব্যাপারে নিরাপত্তার অভাব বোধ করছেন। তখন তিনি তাদের জমির কাগজপত্রসহ অভিযোগ দিতে বলেন। কাগজপত্র দেখে অন্যদের সঙ্গে কথা বলে ধান কাটার ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তারা যোগাযোগ করেননি, কোনো লিখিত অভিযোগও দেননি।