গাজীপু‌রের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব আম বয়ানের মধ্য দিয়ে শুরা‌য়ে নেজামের (যোবা‌য়ের অনুসা‌রী) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হ‌তে যা‌চ্ছে। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

তাবলীগ জামাত বাংলাদেশ, শুরায়ী নেজামের মি‌ডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। ইজতেমায় অংশ নিতে বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার দুপুর না গড়াতেই ভরে যায় ময়দান। এরপরও আসতে থাকেন মুসল্লিরা। 

তাবলীগ জামাত বাংলাদেশ, শুরায়ী নেজাম এর মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান জানান, আর‌বি মাস অনুযায়ী সুর্যা‌স্তের পর থে‌কে দিন শুরু হয়। এজন্য আমরা আজ বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব থে‌কে ইজ‌তেমার আনুষ্ঠানিকতা শুরু কর‌তে যা‌চ্ছি।

তিনি জানান, শুক্রবার ফজর নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন- মাওলানা জুবায়ের। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ ব ইজত ম

এছাড়াও পড়ুন:

মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির ফোনালাপ

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ