দীর্ঘ ১৬ বছরের বন্দিজীবন শেষে মাতৃকোলে ফিরলেন পিলখানা হত্যাকাণ্ড মামলায় কারাবন্দি সাবেক বিডিআর সদস্য মোহাম্মদ ইউছুফ। দীর্ঘ অপেক্ষার পর ছেলেকে ফিরে পেয়ে আনন্দাশ্রু ঝরালেন মা রানু বেগম।
২০০৮ সালে মাত্র ২৪ বছর বয়সে বিডিআর-এ যোগ দেওয়া ইউছুফ পিলখানা হত্যাকাণ্ডের পর গণগ্রেপ্তারের শিকার হন। ২০১৩ সালে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর কারাগারে কাটাতে হয় তাকে। অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসা শেষে ২৬ জানুয়ারি উখিয়ার নিজ বাড়িতে ফেরেন।
এদিকে কারামুক্ত ইউছুফকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেয় এলাকাবাসী। তাকে শুভেচ্ছা জানাতে আসেন ‘এক্স বিডিআর কক্সবাজার ২০০৯’-এর নেতারা।
এ সময় মা রানু বেগম বলেন, ‘‘সন্তানকে ফিরে পেয়েছি, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই। গত ১৬ বছর যে কষ্টে কেটেছে, তা কাউকে বুঝানো যাবে না।”
ইউছুফের ছোট ভাই আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘‘আমার ভাইয় জেলে থাকার সময় আমাদের পরিবার চরম কষ্টে ছিল। এখন তাকে ফিরে পেয়ে ভাষায় প্রকাশ করার মতো আনন্দ নেই।’’
মুক্তি পাওয়ার পর ইউছুফ বলেন, ‘‘আমি নিরপরাধ ছিলাম, তবু ১৬ বছর কারাগারে কাটিয়েছি। চাই না আর কোনো নির্দোষ বিডিআর সদস্য এমন শাস্তি ভোগ করুক।’’
তিনি আরো বলেন, ‘‘বিডিআর-এ যোগ দিয়েছিলাম পরিবারকে সহায়তা করতে, কিন্তু উল্টো আমার পরিবারই কষ্ট করেছে। সবচেয়ে বড় পাওয়া হলো, বাবা-মাকে জীবিত পেয়েছি।’’
‘এক্স বিডিআর কক্সবাজার ২০০৯’-এর সভাপতি হাবিলদার মো.
ইউছুফের ছোট ভাই বলেন, ‘‘আমার ভাইসহ যারা নির্দোষ, তাদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করে চাকরিতে পুনর্বহাল এবং পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক।’’
ঢাকা/তারেকুর/ইমন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ১৬ বছর পর ব র
এছাড়াও পড়ুন:
শোলাকিয়া ঈদগা’র ইমাম হিসেবে আবারও নিয়োগ পাচ্ছেন মাওলানা সাইফুল্লাহ
কিশোরগঞ্জের পৌনে তিনশ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগা’র ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে সরিয়ে আবারও মাওলানা একেএম সাইফুল্লাহকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ঈদগা কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আজ রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ জামাত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগা কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাওলানা সাইফুল্লাহকে পরিবর্তন করে ইসলাহুল মুসলিমীন বাংলাদশের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে ইমাম নিয়োগ দেওয়া হয়েছিল। ইমাম সাইফুল্লাহ জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রাব্বানীর ছোট ভাই। এ কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। তবে ইমাম সাইফুল্লাহ কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁর পুনর্বহালের দাবি সব সময়ই ছিল।
মাওলানা সাইফুল্লাহ জানান, তিনি ২০০৪ সাল থেকে শোলাকিয়ায় ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়।