সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। এর আগে আমরণ অনশন শুরু করে কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। 

ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, তিতুমীর কলেজের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করছে কলেজের শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা আমরণ অনশন শুরু করেন। এসময় শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানান।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর সাত দফা দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিগত ২৮ বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের সরকারের পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা আবারও নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করেন তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ত ম র কল জ সড়ক অবর ধ ত ত ম র কল জ কল জ র অবর ধ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড 

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করে দিতে চলেছে সুইস সরকার। গত বছরের ডিসেম্বরে সরকারের অনুরোধের চেয়ে দেশটির সংসদ বৈদেশিক সাহায্য তহবিলের বরাদ্দ কমিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর-খবর সুইস ইনফো

২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১ কোটি সুইস ফ্রাঁ (১ হাজার ৪৬৮ কোটি টাকা) কমিয়ে দিয়েছে দেশটির সংসদ। পাশাপাশি ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ (৪ হাজার ২৮৫ কোটি টাকা) কাটছাঁট করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের কারণে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোর কার্যক্রমেও প্রভাব পড়বে। 

বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে আন্তর্জাতিক সহযোগিতা কাটছাঁটের বিষয়ে অবহিত করা হয়েছে। এতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে। 

এ ছাড়া ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোতেও ব্যাপক কাটছাঁট করা হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের জন্য সাহায্য অব্যাহত থাকবে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুমার নামাজের পর তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ 
  • বাংলাদেশে সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড 
  • প্লে-অফে কে কার প্রতিপক্ষ: চ্যাম্পিয়নস লিগ
  • তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ
  • আমরণ অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  • ৭ দফা দাবিতে আমরণ অনশনে ‘তিতুমীর ঐক্য’
  • ৭ দফা দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ৭ দফা দাবিতে আমরণ অনশন শুরু তিতুমীরের শিক্ষার্থীদের
  • ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন সংলাপ অনুষ্ঠিত