সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে
Published: 30th, January 2025 GMT
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এক যুবককে হত্যার পর লাশ গুমের মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নাহিদ আক্তার জুলিয়েট শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন নুরুল ইসলাম সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজন পাড়া এলাকার মৃত ইমাজ উদ্দিন আহম্মেদের ছেলে। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১০ নভেম্বর পঞ্চগড় জেলা সদরের উত্তর দর্জিপাড়া এলাকার মো.
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মো. মনুর ছেলে আলামিন পেশায় রিকশাচালক। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। এ জন্য তাকে শুরু থেকেই বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হতো। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আলামিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারীর বাড়ির সামনে দিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন কতিপয় আসামির পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা আল আমিনকে জখম করেন। এতে রক্তাক্ত হয়ে আলামিন সড়কে লুটিয়ে পড়লে তার নিথর দেহ নিয়ে যায় তারা। তখন থেকেই আল আমিনের সন্ধান নেই।
আসামির পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার আলম জানান, আদালতে আসামি নিজেই আজ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘শুধুমাত্র রাজনৈতিক কারণে এ সমস্ত মামলায় তাকে সম্পৃক্ত করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে।’ এছাড়া এই মামলার বাদী নিজেই বলেছেন, ‘তিনি স্বেচ্ছায় কোনো মামলা করেননি। নুরুল ইসলাম সুজনকে আসামি করা তার অনিচ্ছাকৃত ত্রুটি। এই আসামির বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই।’ আমরা রিমান্ড না মঞ্জুর এবং জামিনের আবেদন করেছিলাম।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, “৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। বিজ্ঞ আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি রহস্যাবৃত, এখনো ভিকটিমের খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদঘাটনের জন্যই আসামির রিমান্ড প্রয়োজন ছিলো। আদালত বিষয়টি অনুধাবন করেছেন এবং এই রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশা করছি এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।”
ঢাকা/নাঈম/ইমন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র ল ইসল ম স জন কর ছ ন
এছাড়াও পড়ুন:
অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে: তারেক রহমান
অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য-বিবৃতি ঘিরে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি দেখা দিচ্ছে। রাজনীতিতে যখন বিভ্রান্তি থাকবে, তখন সমাজের বিভিন্ন স্তরে স্বাভাবিকভাবে অস্থিরতা দেখা দেবে। এই অস্থিরতার কারণে দেশের প্রত্যেক মানুষ সমস্যার সম্মুখীন হবে।
রোববার ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সংসদ কার্যকর দেরি হলে অস্থিরতা আরও বাড়বে উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারসহ সব মহলের মূল লক্ষ্য হওয়া উচিত দেশকে যত দ্রুত সম্ভব স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত যা-ই হোক না কেন, সেটি সংসদেই হতে হবে। তিনি বলেন, দেশের রাজনীতি অস্থির হলে এর প্রতিফলন ঘটবে অর্থনীতিতে। আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত করবে সবকিছু।
আইনজীবীকে সমাজের দর্পণ আখ্যা দিয়ে তারেক রহমান দেশে স্থিতিশীলতা ফেরাতে আইনজীবীদের ভূমিকা চান। তিনি বলেন, কোনো কোনো ব্যক্তি বলেন, নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এ কথাটি এভাবে না বলে আমরা চিন্তা করতে পারি, নির্বাচন হলে দেশে একটি স্থিতি অবস্থা আসবে। ধীরে ধীরে সংস্কারকাজগুলো শুরু হবে, সমস্যা কমতে শুরু করবে।
তারেক রহমান বলেন, বিভিন্ন ব্যক্তি সংস্কার প্রস্তাব করছেন। এটি খুব ভালো। তবে যে সময় কেউ সাহস করেনি, তখন বিএনপি এবং যুগপৎ আন্দোলনের দলগুলো মিলে ৩১ দফা উপস্থাপন করেছে। যারা সংস্কারের কথা বলছেন, ওই সব সংস্কার বাস্তবায়নে সংসদের প্রয়োজন হবে। বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। এ জন্য এটিকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা আমাদের পবিত্র দায়িত্ব।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জয়নুল আবেদীন, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ব্যারিস্টার কায়সার কামাল, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।