কুড়িগ্রামের চিলমারীতে এক মাসের ব্যবধানে ব্রহ্মপুত্র নদে আবারো নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে চিলমারী-রাজিবপুর নৌপথে কড়াই বরিশালের যুগ্নি ধোয়া নদের মোহনা এলাকায় এ ঘটনা ঘটে।

চিলমারী নৌ-বন্দরের নৌ ঘাট মাষ্টার সিদ্দিকুল ইসলাম জানান, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে নৌ মাঝি বদিউজ্জামানের নৌকাটি ৩৪ জন যাত্রী নিয়ে চিলমারী থেকে রাজিবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। নৌকাটি চিলমারী ইউনিয়নের ও গাইবান্ধা সুন্দরগঞ্জের নদের মোহনা এলাকায় পৌঁছালে নৌকাটি ডাকাতের কবলে পড়ে। এ সময় ১৫-১৬ জনের মুখোশধারী একটি ডাকাতের দল যাত্রীবাহী নৌকার গতিরোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা ও সকল যাত্রীদের মোবাইল ফোন কেড়ে নেয়। 

রাজিবপুর নৌ-ঘাটের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, “ডাকাতি শেষে ইঞ্জিন চালু করার হ্যান্ডেল ও তেলের ট্যাঙ্ক খুলে নিয়ে ডাকাত দল সুন্দরগঞ্জের দিকে চলে গেলে ডাকাতির কবলে পড়া নৌকাটি যাত্রীসহ চরে আটকা পড়ে। পরে খবর পেয়ে চিলমারী নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে রাজিবপুর থেকে আসা একটি নৌকায় তুলে দেয়।” 

নৌকাটির যাত্রী মো.

আনোয়ার হোসেন বলেন, “আমি ১৬ দিন রংপুর মেডিকেলে ভর্তি ছিলাম। বুধবার বাড়ি ফেরার পথে নৌ-ডাকাতির কবলে পড়লাম। ডাকাতরা ১৫ জনের মতো ছিলো। তাদের হাতে বন্দুক, রামদা, শাবল ছিলো। আমাদের নৌকার সব যাত্রীদের জুতা, জ্যাকেট, টাকা-পয়সা, গয়না সব নিয়ে গেছে। কয়েকজনকে মারধর করেছে।”

ঘটনা এক ঘণ্টা পর চিলমারীর নৌ-থানার পুলিশ এসে ঘটনার বর্ণনা লিখে নিয়ে গেছে। পরে ডাকাতের কবলে পড়া নৌকাটি সন্ধ্যা ৬টার দিকে রাজিবপুর ঘাটে গিয়ে পৌঁছায়। 

এর আগে গত ২১ ডিসেম্বর কুড়িগ্রামে ইজতেমায় আসার পথে অস্ত্রের মুখে একটি নৌ-ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় সাক্ষী না পাওয়া ও কোনো লিখিত অভিযোগ না থাকায় পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। 

চিলমারী নৌ থানার উপ-পরিদর্শক সেলিম সরকার বলেন, “এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি জানার পর যাত্রীদের জন্য আরেকটি নৌকায় ব্যবস্থা করে দিয়েছি।” 

এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, “২১ ডিসেম্বর নৌ-ডাকাতির ঘটনার কোনো সাক্ষী বা ভুক্তভোগী পাওয়া যায়নি।”

এ ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার জানান, নৌ ডাকাতির ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিয়মিত নৌ-পথ নিরাপদ রাখতে টহল জোরদার করা হয়েছে।

ঢাকা/বাদশাহ্/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড ক ত র ঘটন ড ক ত র কবল ঘটন র

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরীক্ষা খারাপ হওয়ায় সে এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব এর মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে  এসএসসি পরীক্ষা দিচ্ছিল।  

রিয়া’র পরিবার জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় ঘরের রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারো  ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার  পুলিশ  ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/টিপু

সম্পর্কিত নিবন্ধ