আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা
Published: 30th, January 2025 GMT
সিরিয়ার সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। সাত সপ্তাহ আগে তিনি বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দেন, যার মাধ্যমে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিদ্রোহী সামরিক কমান্ডার হাসান আবদুল ঘানি সিরিয়ার ২০১২ সালের সংবিধান বাতিল এবং আসাদ সরকারের সংসদ, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিলুপ্তি ঘোষণা করেছেন।
আসাদ বিরোধী অভিযানে অংশ নেয়া সামরিক কমান্ডারদের বৈঠকে নতুন প্রেসিডেন্ট শারা জানিয়েছেন, তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা দেশের শাসন পরিচালনা করবে যতক্ষণ না একটি নতুন সংবিধান অনুমোদিত হয়।
আরো পড়ুন:
সিরিয়ায় আইএসের ওপর ফ্রান্সের বিমান হামলা
আসাদের স্ত্রী আসমা লিউকেমিয়ায় আক্রান্ত
তিনি আরো বলেন, আসাদবিরোধী সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে ফেলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে একীভূত করা হবে।
ডিসেম্বরে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। শারা বলেন, নতুন নেতৃত্বের সামনে রয়েছে ‘একটি বিশাল দায়িত্ব ও কঠিন চ্যালেঞ্জ’। এসময় দেশে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি দেশ পুনর্গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন প্রেসিডেন্ট।
ডিসেম্বরে আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শারা বলেছিলেন, নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মির্জাপুরে লৌহজং নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর পাড় থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে তিনজন মাটি কারবারিকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান এ জরিমানা প্রদান করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের জাকির হোসেন শিপন (৩৫) – ৪ লাখ টাকা, তারেকুল ইসলাম (২৬) – ১ লাখ টাকা এবং বাসাইল উপজেলার আরোহা গ্রামের সাত্তার মিয়া (৩৭) – ২ লাখ টাকা।
জানা গেছে, জামুর্কী ইউনিয়নের ঋষিঘাট, গুনটিয়া ও বাদশার কুম এলাকা থেকে রাতের অন্ধকারে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় অভিযুক্তদের।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান জানান, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযান ও জরিমানার এ ঘটনায় স্থানীয়রা নদী ও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।