নতুন কাউকে যোগ না করে তিন জনকে বাদ দিয়ে স্থগিত করা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ, কথাসাহিত্য ও শিশুসাহিত্যে এবার কাউকে পুরস্কার দেওয়া হচ্ছে না। 

বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে নতুন এ তালিকা প্রকাশ করেছে একাডেমির জনসংযোগ বিভাগ। পুরস্কার কমিটির সিদ্ধান্তের পর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বাংলা একাডেমি পুরস্কার স্থগিত

এতে বলা হয়, বুধবার রাতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকার বিষয়ে এ সিদ্ধান্ত হয়। নতুন ঘোষিত তালিকায় এবার সাত জন পুরস্কার পাচ্ছেন; আগের তালিকায় ১০ জনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

পুরস্কার কমিটি কথাসাহিত্যে সেলিম মোরশেদ, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং শিশুসাহিত্যে ফারুক নওয়াজকে বাদ দিয়েছে। তবে স্থগিত হওয়ার পর সেলিম মোরশেদ তা প্রত্যাখান করার কথা বলেছিলেন।

এতে করে এবার কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান: রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন

এর আগে গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করার পর তালিকায় থাকা কারো কারো সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় ২৫ জানুয়ারি পুরস্কার স্থগিত করা হয়। তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলা একাডেমি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ বলেছে, "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা 'বাংলা একাডেমি নির্বাহী পরিষদ' সংরক্ষণ করেন।"

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।

ঢাকা/হাসান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এক ড ম

এছাড়াও পড়ুন:

কুকুরে তাড়া খেয়ে কাদায় আটকে পড়ে হরিণ, পরে উদ্ধার

দলছুট হরিণটিকে তাড়া করছিল কুকুর। প্রাণভয়ে ছুটতে ছুটতে একপর্যায়ে কাদায় আটকে পড়ে হরিণটি। এ সময় কুকুরের কবল থেকে গ্রামবাসী হরিণটি রক্ষা করে। আজ সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে হরিণটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

বন বিভাগ জানায়, সম্প্রতি সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগর উপকূলের ম্যানগ্রোভ বনে ছয়টি হরিণ অবমুক্ত করা হয়েছিল। কাদায় আটকে পড়া হরিণটি এর একটি। আজ সকালে দলছুট হয়ে হরিণটি বন থেকে বেরিয়ে পড়ে। এরপর কুকুরের তাড়া খেয়ে কাদায় আটকে পড়েছিল।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের কর্মকর্তা রনি আলী ঘটনার বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,  উদ্ধার করা হরিণটি দুর্বল হয়ে পড়েছে। এর ঘাড়ে কুকুরের কামড়ের জখম রয়েছে। এটি উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসার পর সুস্থ করে পুনরায় বনে অবমুক্ত করা হবে।

সম্পর্কিত নিবন্ধ