মুন্সীগঞ্জের গজারিয়ায় রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে একটি বাস উল্টে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম স্বাধীন হোসেন সুমন।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, ‘‘চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস পাখির মোড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রুট ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

মনিরামপুরে ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

পীরগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.

আশরাফুল আলম শুভ বলেন, ‘‘আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।’’

ঢাকা/রতন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ফাইল ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ