চা পান করতে এসে যুবলীগ নেতা গ্রেপ্তার
Published: 30th, January 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নারায়ণগঞ্জের চাষারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকির ভূঁইয়া নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, বাকির ভূঁইয়া ৫ আগস্টের পর আড়াইহাজার ছেড়ে ফতুল্লা ভূইগড় রূপায়ণ টাইনে তার নিজস্ব ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে শহীদ মিনারে চা পান করতে আসেন।
তিনি আরও জানান, বাকের ভূঁইয়া সবশেষ ২০২৩ সালের ‘অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল বের করে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য বল গ ন ত ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে।
পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।