জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সুযোগ পাচ্ছেন না ফ্রাঞ্চাইজি ক্রিকেটে? তামিম ইকবালের কোর্টে এই প্রশ্নটা যেত-ই। প্রস্তুত হয়ে সংবাদ সম্মেলনে আসা তামিম উত্তর দিলেন সপাটে।

শান্ত ফরচুন বরিশালের একাদশে জায়গা হারিয়েছেন। শেষ ৬ ম‌্যাচে ছিলেন না একাদশে। মাঝে দুই ম‌্যাচে তাকে বরিশাল খেলিয়েছিল উইকেট কিপার হিসেবে। জাতীয় দলের অধিনায়ক ৫ ম‌্যাচে রান করেছেন মাত্র ৫৬। সর্বোচ্চ ৪১। বাকি চারটিতেই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। তার ফর্ম নিয়ে রীতিমত হচ্ছে প্রবল সমালোচনা। তবে ফর্মের কারণে তাকে বাদ দেওয়া হয়নি বলেই জানালেন বরিশালের অধিনায়ক,  

‘‘এটা খুবই দূর্ভাগ‌্যজনক। আমাকে স্বীকার করতেই হবে, ওকে আমার যতটা খেলানো উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না। কারণ…আমার দলটা যদি দেখেন আমাদের কম্বিনেশন মেলাতে খুব কঠিন হচ্ছে। আমি প্রথম দুই-তিন-চারটি ম‌্যাচে কম্বিনেশন মেলাতে পারিনি। আমি চেষ্টা করেছি তাকে খেলানোর।’’

‘‘তবে সে পারফরম‌্যান্সের কারণে মাঠের বাইরে বসে নেই। এটা নিশ্চিত করেই বলতে পারি। যদি রংপুরের বিপক্ষে দেখেন, তার ভালোমানের ৪০ ঘরের একটা ইনিংস ছিল। তার নাম না থাকা স্রেফ কম্বিনেশনের কারণে।’’

বিগ বাজেটের বড় দল গড়ায় এক পজিশনেই তামিমের হাতে অনেক অপশন। শান্তকে না খেলানোর পেছনে কম্বিনেশন, ম‌্যাচ পরিকল্পনার বিষয়গুলোকে তামিম সামনে আনলেন,

‘‘যেটা আমিও বুঝে উঠতে পারছি না যে, ওকে আমি কোথায় ব‌্যাটিংটা করাব। বাঁহাতি-ডানহাতি একটা ইসু‌্য হয়ে যায়। আমি চাই না, তিনজনই বাঁহাতি থাকুক। সেটাও একটা ইসু‌্য। অনেক কিছু আছে আসলে। আমি মনে করি সব উত্তর দেওয়ার মতো। তবে আবারো বলতে চাই, তার মনোভাব দলের প্রতি অসাধারণ।’’

তামিমের সঙ্গে ওপেনিং করছেন তাওহীদ হৃদয়। তাওহীদ বড় ইনিংস খেলতে না পারলেও নতুন বলে শুরুতে কার্যকারী রান করছেন। তামিমও ধারাবাহিক রান করছেন। তিনে নামছেন ডেভিড মালান। সাবেক ইংলিশ ক্রিকেটার নিজের অভিজ্ঞতা দেখিয়ে রান করছেন অবিরত। টপ অর্ডারে শান্তর তাই সুযোগ মিলছে না। ডাগ আউটে ছয় ম‌্যাচ বসে থাকলেও দলের প্রতি তার মনোভাব দারুণ। নিয়মিত অনুশীলন করছেন। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। খোদ তামিমই বললেন এসব কথা,

‘এটাও নিশ্চিত করতে চাই, দলের প্রতি ওর মনোভাব দুর্দান্ত। বাংলাদেশ দলের অধিনায়ক। দেশের অন‌্যতম সেরা একজন ব‌্যাটসম‌্যান। কিন্তু ঘরোয়া ক্রিকেট, ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলতে পারছেন না। কিন্তু দলের সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের প্রতি তার মনোভাব অসাধারণ। যেটা আমি এজন‌্য তাকে ধন‌্যবাদ জ্ঞাপন করতে চাই।’’

প্লে-অফ এবং প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলা তামিমের সুযোগ আছে নিজেদের শেষ ম‌্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখার। সেদিকেই কি যাবেন তামিম নাকি সেরা একাদশ নিয়ে নামবেন, তা নিশ্চিত করে বলতে পারলেন না,

‘‘নির্ভর করবে। আমি এটা নিয়ে এখনো কথা বলিনি। এটার দুইটা দিক আছে। আপনি সেমি ফাইনাল (প্রথম কোয়ালিফায়ারের) আগে কোনো পরিবর্তন করতে চাচ্ছেন কিনা। এটাও হতে পারে। আবার কারো যদি হালকা-পাতলা লেগে থাকে, নিগলস ওই ক্ষেত্রে এক-দুইজন পরিবর্তন করলেও করতে পারি। কিন্তু এটা নিয়ে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি।’’

শিরোপার লড়াইয়ে তামিম নতুন করে দলে যুক্ত করছেন নিউ জিল‌্যান্ডের পেসার অ‌্যাডাম মিলনেকে। শোনা যাচ্ছে, এক-দুই ম‌্যাচের জন‌্য আসবেন ডেভিড মিলারও। কাইল মায়ার্সেরও ফেরার কথা রয়েছে। তবে দারুণ ছন্দে থাকা দলটাকে আমূল পরিবর্তন করতে চান না বরিশালের অধিনায়ক,

‘‘আমরা একটা সাইন করিয়েছি। অ‌্যাডাম মিলনে। নিউ জিল‌্যান্ডের পেসার। এছাড়া এক-দুই জনের সঙ্গে কথা চলছে।’’

‘‘আমি ব‌্যক্তিগতভাবে পুরো সেট আপ পরিবর্তনের পক্ষে নই। আমি মনে করি, আমার দলটা ভালো করছে। যারাই খেলছে কন্ট্রিবিউট করছে। যে জায়গায় আমাদের মনে হয় যে একটু স্ট্রেন্থ করার দরকার সেটার চেষ্টা করবো। আমি মনে করি না আমাদের দলে ম‌্যাসিভ কোনো পরিবর্তন আসবে।’’

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন শ চ ত কর র মন ভ ব ন করছ ন র ন কর

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক এ বৈঠক দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনা হয়। খবর-বাসস 

এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ