সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কেউ চাঁদাবাজি, দখলদারিত্বসহ কোনো অপকর্মে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা যুবদলের এক নেতা।

গতকাল বুধবার সকালে উদ্ভবগঞ্জ এলাকায় যুবদলের আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ হুঁশিয়ারি দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল।

তিনি বলেন, সম্প্রতি সোনারগাঁ যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া তাঁর অনুসারী নেতাকর্মীকে নিয়ে ২৫ লাখ টাকা চাঁদার দাবিতে একটি নির্মাণাধীন কোম্পানিতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে। ওই ঘটনায় কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কার করে। 

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। 

সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, পৌরসভা বিএনপি নেতা পনির হোসেন প্রমুখ। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য বদল র উপজ ল

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ