চাঁদাবাজি দখলদারিত্ব রোধে যুবদলের হুঁশিয়ারি
Published: 30th, January 2025 GMT
সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কেউ চাঁদাবাজি, দখলদারিত্বসহ কোনো অপকর্মে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা যুবদলের এক নেতা।
গতকাল বুধবার সকালে উদ্ভবগঞ্জ এলাকায় যুবদলের আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ হুঁশিয়ারি দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল।
তিনি বলেন, সম্প্রতি সোনারগাঁ যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া তাঁর অনুসারী নেতাকর্মীকে নিয়ে ২৫ লাখ টাকা চাঁদার দাবিতে একটি নির্মাণাধীন কোম্পানিতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে। ওই ঘটনায় কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কার করে।
সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।
সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, পৌরসভা বিএনপি নেতা পনির হোসেন প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য বদল র উপজ ল
এছাড়াও পড়ুন:
ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন
জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
রবিবার (২ মার্চ) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ ও ঢাবি শাখার সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাবি সংসদের আহ্বায়ক আব্দুল কাদের। এ সময় কেন্দ্রীয় ও ঢাবি সংসদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
বিএনপির সভায় গিয়ে আহত ঢাবির সাবেক শিক্ষকের মৃত্যু
‘দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ’
ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে দখলদারিত্বের রাজনীতি হতে দেখেছি। দখলদারিত্বের রাজনীতি নয়, আমরা শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই। আমাদের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করবে।”
গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন উপলক্ষে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা জাতীয় পতাকা উত্তোলন করি এবং জাতীয় সংগীত পরিবেশন করি।”
তিনি আরো বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন ধারার ছাত্র রাজনীতি করবে, যা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়বান্ধব। নতুন বাংলাদেশে আমাদের সংগঠন কাজ করে যাবে, যাতে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক হয়ে ওঠে।
ঢাকা/সৌরভ/মেহেদী