বরিশালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের পর গভীর রাতে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার সকালে শ্রমিকরা নতুন করে ধর্মঘট ডাকলে বরিশাল বিভাগের ৫ জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে গতকাল সন্ধ্যায় পুলিশ কমিশনার কার্যালয়ে সভায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। 

শ্রমিকরা দাবি করেছেন, নিরাপত্তাহীনতার কারণে নগরের রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা বুধবার সকালে কর্মবিরতিতে যান। এ টার্মিনাল থেকে বিভাগের পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা জেলা এবং বাগেরহাট-খুলনা রুটে বাস চলাচল করা হয়।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার জন্য শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকার করেন। এতে দক্ষিণাঞ্চলের ৫ জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানে ৫ জেলার মালিক সমিতি পুলিশ কমিশনারের দপ্তরে সভা করে। সভায় পুলিশ নিরাপত্তার আশ্বাস দেওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

বিএম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র কামরুল ইসলাম হাবিব বলেন, আমরা ৮ দফা দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক অবরোধ করেছিলাম। প্রশাসনের মধ্যস্থতায় সভায় বাস মালিক-শ্রমিকরা দাবি মেনে নিলে গভীর রাতে অবরোধ প্রত্যাহার করা হয়। এর পরও মালিক-শ্রমিকরা বুধবার সকালে উদ্দেশ্যমূলকভাবে ধর্মঘট শুরু করে।
বুধবার দুপুরে রূপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস বন্ধ থাকায় যাত্রীরা থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে যাচ্ছে। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত, বিএম কলেজের এক ছাত্রী মঙ্গলবার বাসে ঝালকাঠি থেকে বরিশালে যাচ্ছিলেন। হাফ ভাড়া নিয়ে তর্কাতর্কিতে ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীরা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাসে ভাঙচুর করা হয়। শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল অবর ধ

এছাড়াও পড়ুন:

ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ