আট মাসের বেতনে লাখো কর্মীর পদত্যাগ চান ট্রাম্প
Published: 29th, January 2025 GMT
যুক্তরাষ্ট্র সরকারে সংস্কার ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে আট মাসের বেতন দিয়ে কয়েক লাখ ফেডারেল কর্মীর পদত্যাগের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাছে এ-সংক্রান্ত ই-মেইল পাঠানো হয়। তারা প্রস্তাব গ্রহণ করে বেতন গ্রহণ সাপেক্ষে পদত্যাগ করতে চান কিনা, সে বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
গতকাল বুধবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, কমপক্ষে ১০ শতাংশ ফেডারেল কর্মকর্তা-কর্মচারী এ প্রস্তাব গ্রহণ করবেন। হিসাব করলে এ সংখ্যা প্রায় ২ লাখের মতো। যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীর আনুমানিক সংখ্যা ২০ লাখের বেশি। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বেতন দিয়ে চাকরিচ্যুতির প্রস্তাব বাস্তবায়ন হলে সরকারের সাশ্রয় হবে ১০ হাজার কোটি ডলার। মার্কিন সরকারের মানবসম্পদ বিভাগের পারসনের ম্যানেজমেন্ট অফিস (ওপিএম) এ সংস্কার পরিকল্পনার দিকে নজর দিয়েছে।
২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এরই মধ্যে তিনি কভিড মহামারি সময়ে ঘরে বসে কাজ করার চর্চা বাতিল করেছেন। ওপিএম বলছে, কেবল পোস্ট অফিস, অভিবাসন, সামরিক ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী ছাড়া সব ধরনের পূর্ণকালীন চাকরিজীবীর জন্য এ প্রস্তাব প্রযোজ্য হবে। যারা প্রস্তাব গ্রহণ করবেন, তাদের ‘পদত্যাগ’ লিখে ই-মেইল পাঠাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের সংগঠন এএফজিই। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, এ ধরনের ‘শুদ্ধিকরণ’ পদক্ষেপের ব্যাপক ও অপ্রত্যাশিত ফলাফল রয়েছে, যা মার্কিনিদের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বিরোধী ডেমোক্র্যাটরাও এর সমালোচনা করছেন। দলটির সিনেটর টিম কেইন বলেন, এ ধরনের কিছু করার কোনো অধিকার ট্রাম্পের নেই। এ প্রস্তাব গ্রহণের মাধ্যমে পদত্যাগ করে ‘বোকা’ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বারবার সরকারে কাটছাঁট করার কথা বলে আসছেন। তাঁর উপদেষ্টাদের মধ্যে ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী অন্যতম।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নতুন প্রেসিডেন্সি বাস্তবে মুখ থুবড়ে পড়বে। নির্বাহী ক্ষমতার ব্যবহার, কেন্দ্রীয় সহায়তা স্থগিত করাসহ তাঁর নানা পদক্ষেপ যুক্তরাষ্ট্রজুড়ে দ্বিধাদ্বন্দ্ব ও আতঙ্কের জন্ম দিয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ পড়েছেন বড় সংকটে।
ট্রাম্পের প্রতি মার্কিনিদের আকর্ষণ ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিকতার বিরোধিতার প্রতিফলন। তিনি হয়তো বলতে পারেন, চমৎকার বিজয়ের পর প্রেসিডেন্ট পদে এসেছেন; পরিবর্তন করতেই পারেন। তথাপি নানা প্রশ্ন উঠছেই। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প একনায়ক হওয়ার নিরন্তর চেষ্টা করছেন।
নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ
গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। বুধবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, এতে ট্রাম্প আমলে নেতানিয়াহু হবেন হোয়াইট হাউসে সফর করা প্রথম কোনো বিদেশি নেতা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জিনদের আবাস
হাদিসে আছে, মহানবী (সা.) ‘কার’-বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করছেন। কারণ সেটা জিনদের আবাসস্থল। তাঁকে জিজ্ঞাসা করা হলো, ‘কার’ কি? তিনি বলেন, ঘন ঝাড়-জঙ্গল, গাছপালা ঘেরা নিম্নাঞ্চল। এ ছাড়া জনবসতির শৌচাগার, গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনার স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন-শয়তান বিচরণ করে। তিনি বলেছেন, ‘নিশ্চয় শৌচাগারে দুষ্ট জিন-শয়তান উপস্থিত থাকে। তাই তোমরা যখন সেখানে প্রবেশ করবে তখন বলবে, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিলান খুবুসি ওয়াল খবাইস।’ অর্থাৎ, আমি আল্লাহর কাছে যাবতীয় দুষ্ট পুরুষ ও নারী জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (আবু দাউদ, হাদিস: ৬)
হাদিস অনুযায়ী শৌচাগার হলো, যেখানে নাপাক থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয়, সেসব জায়গায় শয়তানের আনাগোনা থাকে। মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি কাজ। কারণ আল্লাহর এবং বান্দার মধ্য আবরণ হলো লজ্জা। আদম ও হাওয়া (আ.) যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, প্রথমেই তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গিয়েছিল।
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫নবীজি (সা.) মাটির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন। এতে জিনদের বসবাসের স্থান।’ (আবুদাউদ, হাদিস: ২৯)
কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাতায়াত করে। আবার কখনো অবস্থান করে দীর্ঘদিন। ভালো-মন্দ সব ধরনের—এমনকি সেখানে দুষ্ট প্রকৃতির জিন-শয়তানরাও অবস্থান করে।
একটা ভুল ধারণা লোকসমাজে প্রসিদ্ধ আছে, ‘বদকারদের কবরের আজাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে না।’ অথচ নবীজি বলেছেন, ‘অতঃপর তার জন্য লোহার বিশাল হাতুড়িধারী একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হয়। সেই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে অবিশ্বাসীকে এমন জোরে আঘাত করে; যার আওয়াজ মানুষ ও জিন ছাড়া পূর্ব-পশ্চিমের সব সৃষ্টি শুনতে পায়।’ (আবু দাউদ, ৪,৭৫৩)
এ ছাড়া বাজার ও দোকানপাটে দুষ্ট জিন-শয়তানের আনাগোনা বেশি থাকে। আল্লাহর রাসুল (সা.) জানিয়েছেন, ‘বাজারে শয়তান তার যুদ্ধের পতাকা উত্তোলন করে।’ (মুসলিম, হাদিস: ২,৪৫১)
আরও পড়ুনএকদল জিন পবিত্র কোরআন শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন২০ নভেম্বর ২০২৩