রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন থেকে আওয়ামীপন্থি আইনজীবীদের সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।

গতকাল বুধবার আদালত চত্বরে গিয়ে তারা এ বিক্ষোভ করেন। এ সময় নির্বাচন বাতিল না করলে বার কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। আজ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সূত্র জানায়, নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে বাচ্চু-হাকিম-রাজ্জাক প্যানেলে বিএনপিপন্থি ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদের প্রার্থীরা রয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আনিছ-সাত্তার-রোকন প্যানেলে রয়েছেন আওয়ামীপন্থি ও সাধারণ আইনজীবী পরিষদের প্রার্থীরা। 

গতকাল দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আওয়ামীপন্থি প্রার্থীদের নির্বাচন থেকে বহিষ্কার ও নির্বাচন বাতিল করতে ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দেন। নির্বাচন বাতিল করা না হলে বৃহস্পতিবার সমিতির কার্যালয় বন্ধ করার ঘোষণা দেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী অশোক কুমার সাহা বলেন, আন্দোলনকারীরা বলছে– কোনো ফ্যাসিবাদ যেন নির্বাচন না করে। আমাদের আইনজীবীদের নির্বাচনে ফ্যাসিবাদের কোনো বিষয় নেই। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইনজ ব

এছাড়াও পড়ুন:

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

নাটোরের লালপুরে আইনজীবী সাধন কুমার দাসের (৪২) বাড়িতে মুখোশধারী ডাকাত দলের হামলায় আহত হয়েছেন পরিবারের তিন সদস্য। বুধবার রাত ১২টার পর লালপুর সদর ইউনিয়নের চকবাদেকুলপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।

ডাকাতরা বাড়ির পেছনের গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে সাধন কুমার দাসের ভাতিজা রিপন কুমার দাস (৩৫) এবং রিপনের স্ত্রী সুমী রানীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ডাকাতদের বাধা দিতে গেলে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয় এবং লুট করা হয় প্রায় তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার।

আহতদের মধ্যে সাধন কুমার দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদের হাতে ছিল রাম দা, চায়নিজ কুড়াল এবং হাঁসুয়া। তারা পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে, এরপর টাকা ও স্বর্ণালঙ্কার দিতে অস্বীকৃতি জানালে কুপিয়ে জখম করে।

লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান জানান, রাতে খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আগের দিন আইনজীবী, পরের দিন ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
  • আগের দিন আইনজীবি, পরের দিন ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
  • আগর দিন আইনজীবি, পরের দিন ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
  • আগর দিন আইনজীবি, পরদিন ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
  • আইনজীবির বাড়ি ডাকাতির পরদিনই অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
  • সাবেক এমপি সারওয়ার কবীরের ২ দিন রিমান্ড মঞ্জুর
  • টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি দুদক, দাবি আইনজীবীর
  • জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ
  • তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি 
  • নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট