Samakal:
2025-04-03@00:28:26 GMT

নতুন দল নিয়ে নাহক বিতর্ক

Published: 29th, January 2025 GMT

নতুন দল নিয়ে নাহক বিতর্ক

দেশে আরেকটি রাজনৈতিক দল জন্ম নিতে যাচ্ছে; জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উদ্গাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে। আসন্ন দলটি রাজনীতিতে জায়গা করে নিতে পারবে কিনা; কতদিন টিকে থাকবে; শুধু ছাত্ররাই, নাকি প্রবীণরাও যুক্ত হবেন– এসব নিয়ে এখন আলোচনা জমজমাট। এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া কিছু প্রশ্নের উদ্রেক করেছে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যখন বিএনপি গঠন করেন, আমি তখন ভাসানী ন্যাপের ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রদল’ শ্রীনগর (মুন্সীগঞ্জ) থানা কমিটির সাধারণ সম্পাদক। প্রশ্নটি তখনও উঠেছিল– একজন সামরিক শাসকের দলে ন্যাপের একীভূত হওয়া ঠিক কিনা। এ নিয়ে ন্যাপের তৎকালীন চেয়ারম্যান মশিয়ুর রহমান যাদু মিয়ার বাসায় মুন্সীগঞ্জ মহকুমা ন্যাপের নেতাদের আলোচনা হচ্ছিল। যাদু ভাই বললেন, ‘একজন সামরিক শাসকের দ্বারা দেশে গণতন্ত্র ফিরিয়ে অনার জন্য আমাদের অংশ নেওয়া কি অন্যায়?’ 

ওই বছরের ১৪ জুলাই মতিঝিলের হোটেল ইডেনে অনুষ্ঠিত ন্যাপের কর্মী সম্মেলনে সংখ্যাগরিষ্ঠের সম্মতিতে নতুন দলে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ‘সামরিক শাসকের সঙ্গে রাজনীতি করব না’ বলে আনোয়ার জাহিদ তাঁর কতিপয় অনুসারীকে নিয়ে সম্মেলন থেকে বেরিয়ে যান। অবশ্য পরবর্তী সময়ে জেনারেল এরশাদের মন্ত্রিত্ব গ্রহণ ও তাঁর দলে যোগ দিতে অনোয়ার জাহিদ দ্বিধা করেননি। পরে তিনি  বিএনপিতেও তাশরিফ এনেছিলেন। নতুন ফর্মুলা দিয়েছিলেন– ‘ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় জাতীয় ঐক্যের নিমিত্তে’ তাঁর বিএনপিতে যোগদান।

ঐতিহাসিক সত্য হলো, বিএনপি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। তবে দলটির প্রাথমিক মূলধন ছিল রাষ্ট্রপতি জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা। দলটির এক সময়ের কর্মী হিসেবে দ্বিধাহীন কণ্ঠেই বলতে চাই, এখনও বিএনপির প্রধান পুঁজি জিয়ার অম্লান ভাবমূর্তি। আওয়ামী লীগ নেতাদের কটাক্ষের জবাবে টিভি টকশোতে আমি বলতাম, ‘জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো’। বিএনপি যেভাবেই জন্ম নিয়ে থাকুক, দলটিকে ব্যাপক জনসাধারণ সমর্থন করে বলেই বারবার রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে এবং দমন-নির্যাতনের পরও টিকে আছে।

এখন বিএনপি নেতাদের বক্তব্য-বচনে পরিষ্কার– তারা নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না। গত ২৫ জানুয়ারি ঢাকায় শিক্ষক সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নতুন দল গঠনকে বিএনপি স্বাগত জানায়। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা হলে জনগণ হতাশ হবে।’ 

নতুন দলটির ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা’ পাওয়ার অভিযোগের কারণ, যাদের নেতৃত্বে দলটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তাদের তিন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে আছেন। অতীতে এ ধরনের দৃষ্টান্তও রয়েছে; বিএনপি ছাড়াও জাতীয় পার্টি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটেও, অন্তত বিএনপির তাতে আপত্তি কেন?

দীর্ঘদিন ধরেই বিএনপি ও আওয়ামী লীগের দ্বি-দলীয় বৃত্তের বাইরে নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়ের প্রয়োজনীয়তা অনুভূত হয়ে আসছিল। রাষ্ট্রক্ষমতায় গিয়ে এ দুই দল জনগণের আশা-আকাঙ্ক্ষা বিস্মৃত হয়ে দলীয় ও ব্যক্তিস্বার্থের গণ্ডিতে আবদ্ধ হওয়ায় জনগণের মধ্যে হতাশা তো রয়েছেই। দুই দলের বিপরীতে যদি একটি ভালো মানুষের দল তৈরি হয়, তাহলে অনেকে সমর্থন জানাবে। অবশ্য রাজনীতিতে তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা আগেও হয়েছে; তা বাস্তব রূপলাভ করেনি। এর প্রধান কারণ, তৃতীয় ধারা সৃষ্টির সঙ্গে জড়িত প্রায় সবাই দুই বড় দলেরই সুবিধাভোগী। ফলে তারা জাতিকে নতুন কিছু দিতে পারবেন– এ বিশ্বাস জন্মানো কঠিন। 

এবারের প্রেক্ষাপট অবশ্য ভিন্ন। তারুণ্যনির্ভর নতুন দলটির উদ্যোক্তারা একটি অসাধ্য সাধনের পুরোভাগে ছিল। দীর্ঘ সাড়ে ১৫ বছর নিরলস চেষ্টাতেও বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দল যেটা করতে পারেনি, এই তরুণরা সেটা করেছে। তারা জাতির বুকে জগদ্দল পাথরের মতো চেপে থাকা আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। বিএনপি যতই জুলাই-আগস্ট আন্দোলনে অংশীদারিত্বের কথা বলুক, তারা পুরোভাগে ছিল না। 

মানতেই হবে, ১৫ বছর ‘নিরবচ্ছিন্ন’ আন্দোলনের যে নিদর্শন বিএনপি স্থাপন করেছে, তাতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন অপসারণ সম্ভব ছিল না। সর্বশেষ ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে যাওয়া বিএনপি পরবর্তী ১০ মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি। তারপর আওয়ামী লীগ আরেকটি সাজানো নির্বাচন করে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছিল। এটা ঠিক, হাসিনা সরকারের নির্যাতনে পিষ্ট বিএনপির অনেক নেতাকর্মী জুলাই আন্দোলনে নেমে পড়েছিলেন। সে হিসাবে শেখ হাসিনা সরকারের পতনে বিএনপি নেতাকর্মীর অবদান অস্বীকার করা যাবে না। 

নতুন দল গঠন ও আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন অন্তর্বর্তী সরকারকেও প্রশ্ন করছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি মন্তব্য করেছেন, নির্বাচনের সময় ‘নিরপেক্ষ সরকার’ প্রয়োজন। তার মানে, এই সরকার নিরপেক্ষ নয়! অথচ ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে, সরকার-সংশ্লিষ্ট কেউ নতুন দলে সম্পৃক্ত হতে চাইলে তাঁকে পদত্যাগ করে আসতে হবে। 

পূর্বঘোষণা অনুযায়ী আগামী মাসে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা। এখনও স্পষ্ট নয়, সে দলে কারা সম্পৃক্ত হচ্ছেন; দলটির আদর্শ-উদ্দেশ্য কী। কিন্তু বিএনপির প্রতিক্রিয়া দেখে এটা মনে হওয়া স্বাভাবিক, নতুন দলের আত্মপ্রকাশ যেন তাদের বাড়া ভাতে ছাই দিতে যাচ্ছে। অথচ উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির উচিত নতুন দলকে অকুণ্ঠচিত্তে স্বাগত জানানো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রজীবনে চীনপন্থি বাম ধারার রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি নিশ্চয় মাও সে তুংয়ের ‘শত ফুল ফুটতে দাও’ বাণীর সঙ্গে পরিচিত। দেশের রাজনৈতিক বাগানে যদি আরেকটি ফুল ফোটে, তাতে তাঁর অন্তত আপত্তি থাকা উচিত নয়।

মহিউদ্দিন খান মোহন: সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ব এনপ র ন র জন আওয় ম দলট র সরক র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে উচ্চ মাত্রার এই শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর-রয়টার্স

এতদিন যুক্তরাষ্ট্রে আমদানিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর ৮৪০ কোটি ডলারের মতো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে যার বেশিরভাগ তৈরি পোশাক । গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল ৭৩৪ কোটি ডলার। 

কোন দেশের জন্য কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প: বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে তা উল্লেখ করে, এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেসব দেশে কত শতাংশ শুল্ক আরোপ করল সেই তালিকা তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের পণ্যের ওপর ২৯ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ, মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, লাওসের পণ্যে ৪৮ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ: একইসঙ্গে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতেই ‘আজ খুব ভালো খবর’ থাকবে বলে জানান। ট্রাম্প তার বক্তব্যে আজকের এই দিনকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। আজকের দিনটি আমেরিকান শিল্পের ‘পুনর্জন্ম’। আমেরিকাকে ‘আবার সম্পদশালী’ করার দিন। 

ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনও ‘বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়’। দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয়, তার ৮০ শতাংশের বেশি সে দেশে বিক্রি হয়। আর জাপানে যেসব গাড়ি বিক্রি হয়, সেগুলোর ৯০ শতাংশের বেশি সে দেশে তৈরি হয়। এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুব সামান্য। ফোর্ড অন্যান্য দেশে খুব কম গাড়ি বিক্রি করে উল্লেখ করে ট্রাম্প বলেন, অন্য যে দেশে তৈরি মোটরযানের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে এবং এটা আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে। অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে। অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে।

সম্পর্কিত নিবন্ধ