ট্রাম্পের পাগলা ঘোড়া যে কারণে থামাতে হবে
Published: 29th, January 2025 GMT
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সহযোগীরা আধুনিক উদারতাবাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করছেন। যদিও ঠিক কীভাবে উদারতাবাদকে সংজ্ঞায়িত করা যায়, তা নিয়ে বিতর্ক রয়েছে।
এর অর্থ সাধারণত ব্যক্তির অধিকার সুরক্ষা দেওয়া, যেমন– বাকস্বাধীনতা ও সম্পত্তির মালিকানা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের মধ্যে বিশেষত ইউরোপে নিজ কর্মে পরিচিত উদারপন্থি রাজনীতিবিদ ও সমমনা ভোটাররা ধারণাটির মধ্য দিয়ে অনেক বিস্তৃত মূল্যবোধ ও অনুশীলনকে গ্রহণ করেছেন। সেগুলো মাথায় রেখে ধারণাকে আমি আধুনিক উদারনীতি হিসেবে চিহ্নিত করছি।
এ ধারণার মধ্যে রয়েছে উচ্চশিক্ষার চমৎকার ব্যবস্থা, যেখানে শিক্ষার্থী ও অধ্যাপকরা শিক্ষাদান ও গবেষণায় উল্লেখযোগ্য স্বাধীনতা ভোগ করেন; জাতি, নারী-পুরুষ ও তাদের সম্মিলনে সমঅধিকার নিশ্চিত করার প্রচেষ্টা থাকে; নির্বাচিত নেতাদের ওপর তদারকিমূলক স্বাধীন কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা পোষণ যেমন সংবাদমাধ্যম; বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় বৈচিত্র্যে উৎসাহ প্রদান; সেই সঙ্গে অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি, বহুপক্ষীয় ও বহু সাংস্কৃতিক বৈশিষ্ট্য গ্রহণে আগ্রহ।
প্রথম মেয়াদে ট্রাম্প ও সহযোগীরা মাঝে মাঝে উদারনৈতিক মূল্যবোধ ও অনুশীলন প্রত্যাখ্যান করেছিলেন, যাতে আগে উভয় পক্ষের নেতাদের সমর্থন ছিল। যেমন অভিবাসীদের স্বাগত জানানো। এই দৃষ্টিভঙ্গির প্রায়ই সমালোচনা দেখা যায়। ট্রাম্প এই ‘আচার’-এর অবসান টানছেন। ট্রাম্প এখন আধুনিক উদারতাবাদকে আরও বেশি আক্রমণ করছেন। যেমন তিনি মহাপরিদর্শকদের বরখাস্ত, বৈজ্ঞানিক গবেষণার জন্য ফেডারেল তহবিল স্থগিত, অভিবাসন সীমাবদ্ধ করা, ট্রান্সজেন্ডার অধিকার ছাঁটাই এবং তাঁর প্রথম ৯ দিনে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আগের ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রেসিডেন্টরা এড়িয়ে গিয়েছিলেন। তাঁর অনেক সিদ্ধান্ত হাঙ্গেরির ভিক্টর অরবান, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসসহ অন্যান্য উদার পন্থাবিরোধী রাজনীতিবিদের কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ট্রাম্প হয়তো আমেরিকার বিদ্যমান আধুনিক উদারনীতির অনেকটাই ধ্বংস করে দেবেন। যদিও সংবিধানে জন্মগত নাগরিকত্বের স্বীকৃতি রয়েছে, তবে অনেক উদারপন্থি অভ্যাস আইন প্রণয়ন বা নির্বাহী আদেশের মাধ্যমে মোটামুটি সহজে পরিবর্তন করা যেতে পারে। আমার সন্দেহ, ট্রাম্পের ক্রিয়াকলাপের বিরুদ্ধে করা অনেক মামলা খারিজ হবে। রক্ষণশীল বিচারকরা আদর্শিকভাবে তাদের সঙ্গে যুক্ত একজন প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য আইনে অস্পষ্টতা খুঁজে পেতে সক্ষম হবেন।
আধুনিক উদারতাবাদের বেশির ভাগই আইনসিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। আবার তা খারিজ হয়ে যাওয়ার জন্য জনপ্রিয় সমর্থনের একটি শক্তিশালী ভিত্তির দরকার পড়ে না। কিছু নীতি আধুনিক উদারনীতির অংশ এবং উদারপন্থি রাজনীতিবিদদের দ্বারা জোরালোভাবে সমর্থিত। যেমন সামাজিক নিরাপত্তানীতি ভোটাররা পছন্দ করেন। তাই ট্রাম্প ও বিশ্বজুড়ে উদার পন্থাবিরোধী রক্ষণশীল নেতারা সাধারণত এসব নীতি বহাল রাখতে নারাজ। কিন্তু আধুনিক উদারতাবাদের অন্যান্য অংশ হিসেবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অনুষদ রয়েছে, যেগুলোকে রিপাবলিকান কর্মকর্তারা খারাপ হিসেবে তুলে ধরেন। ডেমোক্র্যাটরাও প্রকৃতপক্ষে তা রক্ষা করেননি। তাই গড় ভোটাররা এসব নীতি গুরুত্বপূর্ণ বা দরকারি হিসেবে দেখেন না।
আমার উদ্বেগ, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা এমন একটি দেশে বাস করব, যেখানে করপোরেশনগুলোতে এক দশক আগের তুলনায় অনেক বেশি শ্বেতাঙ্গ ও পুরুষ থাকবে। কারণ প্রেসিডেন্টের বৈচিত্র্যবিরোধী অবস্থানগুলো ব্যাপকভাবে গৃহীত হবে। এই নতুন পরিস্থিতি নিয়ে খুব কমই একাডেমিক গবেষণা হবে, যেখানে পরিবর্তনটা ধরা পড়বে। কারণ বিশ্ববিদ্যালয়গুলো তাদের অনুষদকে ট্রাম্প প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে এমন কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। এখনই সময় উদার প্রতিষ্ঠানগুলো রক্ষা করা এবং তার অনুশীলন অব্যাহত রাখা।
আধুনিক জমানার উদারতাবাদ উদযাপন করার মতো অনেক কিছু রয়েছে। ইন্সপেক্টর জেনারেল ও সাংবাদিকরা প্রায়ই সরকারি কর্মকর্তাদের সরকারি তহবিলের অপব্যবহার থেকে বিরত রাখেন। বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি সবচেয়ে যোগ্য ব্যক্তির নিয়োগ নিশ্চিত করে; কেবল ‘বস’-এর বন্ধু হলেই সব সম্ভব নয়। অভিবাসীরা সৃজনশীলতা উপহার দেয়, কঠোর পরিশ্রম করে; যা শেষ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করে। কলেজ ও বিশ্ববিদ্যালয়েও তাই। ট্রাম্প কেবল একটি সংস্কৃতি-যুদ্ধে জড়িত নন, যা অতি ব্যবহারে ক্লিশে হয়ে পড়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে অনেক কম উদারতাবাদ দিয়ে গণতন্ত্রে পরিণত করার চেষ্টা করছেন। তাকে অবশ্যই থামাতে হবে।
পেরি বেকন জুনিয়র: ওয়াশিংটন পোস্টের কলাম লেখক; দ্য ওয়াশিংটন পোস্ট থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’