জাবির ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
Published: 29th, January 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি জানান, ভর্তি পরীক্ষার প্রথম দিন ৯ ফেব্রুয়ারি জীব বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। ১০ তারিখে একই ইউনিটের ছাত্রদের পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। একই তারিখে পঞ্চম শিফটে আইবিএ-জেইউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, ১১ ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আলী রেজা জানান, ১২ ফেব্রুয়ারি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি ছয় শিফটে কলা ও মানবিকী অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৭ ফেব্রুয়ারি প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের এবং একইদিন পরের তিন শিফটে সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির জন্য মোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে এবার ১৪৫ জন করে ভর্তিচ্ছুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র পর ক ষ ইউন ট র
এছাড়াও পড়ুন:
ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানের যোদ্ধা-শহীদদের সন্তানরা
জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদদের সন্তানরা স্কুলে ভর্তিতে কোটা সুবিধা পাবেন। তাদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে কোটা রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা রাখে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এখন থেকে এই ৫ শতাংশের মধ্যেই যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদদের সন্তানরা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি নতুন এক অফিস আদেশ জারি করে তা বাস্তবায়ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
ডুয়েটে ছাত্রদলের নতুন কমিটি থেকে সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ
গোবিপ্রবির সাবেক ভিসিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ভর্তির সময় মূল কপি দেখাতে হবে।
আদেশ অনুযায়ী, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এসব আসন পূর্ণ করার নির্দেশ দিয়ে আদেশে বলা হয়েছে, কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।
জুলাই গণঅভ্যুত্থানের আহতদের ‘যোদ্ধা’ ও নিহতদের ‘শহীদ’ এর মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নেওয়ার উদাহরণ সম্পর্কে জানা গেল।
ঢাকা/হাসান/রাসেল