চট্টগ্রামে বাস মালিকদের বিরোধের জেরে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। 

জানা গেছে, ঈগল পরিবহনের বাস মালিকদের টাকা লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে সড়ক অবরোধ করে বাসের চালক ও তার সহকারীরা। এ ঘটনায় সড়কে বিপাকে পড়তে হয় সাধারণ যাত্রীদের।

পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রবেশমুখে প্রায়ই এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

পুলিশ সূত্র বলছে, ঈগল পরিবহনের বাস মালিকদের দুইটি গ্রুপ আছে। ভাড়ার টাকা নিয়ে সৃষ্ট কোন্দলের জেরে বাস চালক ও সহকারীরা রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধ করে দেন। প্রায়ই এক ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন শতশত যাত্রী।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই পুলিশের দুটি গাড়ি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ

এছাড়াও পড়ুন:

ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ