সম্প্রতি মিডিয়ায় মোহাম্মদ সিরাজ ও কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলের ছবি প্রকাশিত হয়। এরপর থেকে গুঞ্জন চলতে থাকে জনাইর সঙ্গে সিরাজের প্রেম চলছে। জনাইও তার ২৩তম জন্মদিনে সিরাজের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দেন দুটি হাসির ইমোজি দিয়ে। সেটা ভাইরালও হয়।

এমন সময় বিতর্ক ও গুঞ্জন দূর করতে সিরাজ প্রকাশ্যে আনলেন তার প্রেমিকাকে। আজ বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) ভারতের এই পেসার জানিয়েছেন তিনি ও অভিনেত্রী মাহিরা শর্মা সম্পর্কে আছেন। ২৯ বছর বয়সী এই পেসার বেশ কিছুদিন ধরে ডেটিং করছেন মাহিরার সঙ্গে।

এদিকে জনাইও বিষয়টি পরিস্কার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে। সেখানে তিনি সিরাজকে ভাই সম্বোধন করে লিখেন, ‘মেরি পেয়ারি ভাই’ (আমার প্রিয় ভাই)। ওই পোস্টে সিরাজ বোন লিখে কমেন্ট করেন। আর এর মধ্য দিয়ে জনাইর সঙ্গে তার প্রেমের যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সেটার ইতি টানেন তিনি।

আরো পড়ুন:

রেকর্ড ভেঙে ৩৭ বলে ঢাকাকে উড়িয়ে দিলো বরিশাল

ব্যাটিং বিভীষিকায় সর্বনিম্ন রানে অলআউট ঢাকা

জানা গেছে, মাহিরা শর্মাও সিরাজের সঙ্গে তার প্রেমের বিষয়টি স্বীকার করেছেন। এতোদিন তারা দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন। সম্পর্কের বিষয়টি গোপন রেখেছিলেন। গেল বছরের নভেম্বরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে এও জানা গেছে, তারা দুজন সম্পর্কের প্রাথমিক পর্যায়ে আছেন। ভবিষ্যতে তারা দুজন এই সম্পর্ককে কতোদূর এগিয়ে নিয়ে যেতে চান সে বিষয়ে কিছুই বলেননি।

মাহিরা শর্মা কে?
মাহিরা পরিচিত একজন অভিনেত্রী। তিনি হিন্দি ও পাঞ্জাবি টিভি শো’তে কাজ করেন। জম্মু ও কাশ্মিরে জন্ম নেওয়া মাহিরা খুব ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে অভিনয় শুরু করেন। এরপর তিনি বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন। বিশেষ করে নাগিন (২০১৮), বেপানাহ পেয়ার (২০১৯) ও কুন্দালি ভাগায়া (২০১৯)। এই সিরিজগুলোর মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

২০২৩ সালে তিনি একটি পাঞ্জাবি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ও করেন। বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন মাহিরা। এ পর্যন্ত এই অভিনেত্রী পঞ্চাশটির অধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

২০১৯ সালে তিনি বিগ বস-১৩’তে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন ক জ কর

এছাড়াও পড়ুন:

জুমে ভুয়া সাক্ষাৎকারের ফাঁদ

ভিডিও সম্মেলন বা সভা করার সফটওয়্যার জুমে অভিনব কৌশলে প্রতারণা করছে ‘এলুসিভ কমেট’ নামের একটি সংঘবদ্ধ হ্যাকার গ্রুপ। জুমে ভুয়া সাক্ষাৎকার নেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের কম্পিউটারে থাকা সংবেদনশীল তথ্য ও ডিজিটাল মুদ্রা চুরি করছে তারা। সম্প্রতি জুম ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত এ ধরনের প্রতারণার ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেইল অব বিটস।

ট্রেইল অব বিটস জানিয়েছে, প্রথম ধাপে হ্যাকাররা নিজেদের ‘ব্লুমবার্গ ক্রিপ্টো’র গবেষক বা সাংবাদিক পরিচয়ে ডিজিটাল মুদ্রা ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করে। এরপর এক্স (সাবেক টুইটার) বা ই-মেইলে ব্যবহারকারীদের ভিডিও সাক্ষাৎকার নেওয়ার জন্য একটি লিংক পাঠায় হ্যাকাররা। পুরো যোগাযোগ প্রক্রিয়াটি এতটাই পেশাদার ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয় যে সন্দেহ করার সুযোগ থাকে না বললেই চলে।

নির্ধারিত সময়ে জুম মিটিং শুরু হলে প্রতারকেরা স্ক্রিন শেয়ার সুবিধা চালু করে এবং রিমোট কন্ট্রোল প্রযুক্তি ব্যবহারের অনুরোধ পাঠায়। এখানেই থাকে প্রতারণার মূল ফাঁদ। হ্যাকাররা জুমে নিজেদের নাম বদলে রাখে ‘জুম’। ফলে ভুক্তভোগীর স্ক্রিনে যে অনুমতির অনুরোধটি আসে, তাতে লেখা থাকে, ‘জুম ইজ রিকোয়েস্টিং রিমোট কন্ট্রোল অব ইউর স্ক্রিন’। এতে অনেকেই মনে করেন, এটি জুম কর্তৃপক্ষ পাঠিয়েছে। এর ফলে না বুঝেই অনুমতি দিয়ে দেন তারা।

আরও পড়ুনজুম সভায় স্ক্রিন শেয়ার করবেন যেভাবে০৫ নভেম্বর ২০২৩

ট্রেইল অব বিটসের তথ্যমতে, একবার অনুমতি দিলে হ্যাকাররা পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এরপর তারা সংবেদনশীল তথ্য চুরি, ডিজিটাল মুদ্রা সংগ্রহ বা দূর থেকে ম্যালওয়্যার ইনস্টল করার মতো কাজ করে থাকে। অনেক ক্ষেত্রে তারা ‘ব্যাকডোর’ স্থাপন করে রাখে, যার মাধ্যমে ভবিষ্যতে যেকোনো সময় দূর থেকে গোপনে যন্ত্রে প্রবেশ করা যায়।

আরও পড়ুনজুমে যুক্ত হচ্ছে নতুন এআই ফিচার, যে সুবিধা পাওয়া যাবে২১ মার্চ ২০২৫

এই প্রতারণার সবচেয়ে বিপজ্জনক দিক হলো অনুমতির চাওয়ার বার্তাটি দেখতে জুমের সাধারণ নোটিফিকেশনের মতো। এর ফলে অনেকেই অনুমতি দিয়ে দেন, বুঝতে পারেন না যে তাঁরা আসলে হ্যাকারদের হাতে নিজের যন্ত্রের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছেন।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরও পড়ুনজুম মিটিংয়ে মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবেন যেভাবে২৬ এপ্রিল ২০২২

সম্পর্কিত নিবন্ধ

  • রাশিয়ায় রাষ্ট্রদূত রাখার সুযোগ পাচ্ছে তালেবান
  • ভারতের কাছে বিকল্প কী?
  • পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের শঙ্কা
  • কাশ্মীরে হামলা: ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ সম্পর্কে যা জানা গেল
  • জুমে ভুয়া সাক্ষাৎকারের ফাঁদ
  • ভারত-পাকিস্তান উত্তেজনা কতটা গড়াতে পারে
  • কাশ্মীরে পর্যকটদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশি
  • ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগে আইসিবির শর্ত শিথিল
  • দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
  • শ্রীলঙ্কার ইস্টার বোমা হামলায় নিহতদের স্বীকৃতি দিল ভ্যাটিকান