সোনারগাঁয়ে চীনা নববর্ষ উদযাপন, বিনিয়োগ বাড়ানোর আহ্বান
Published: 29th, January 2025 GMT
সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে চীনা নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইএসএডিএস, ক্লিন এবং বিডব্লিউজিইডি-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে।
"নবায়নযোগ্যতা, সমৃদ্ধি এবং স্থায়িত্ব" শীর্ষক এই বিশেষ উদযাপনে স্থানীয় সম্প্রদায়, নীতিনির্ধারক এবং পরিবেশবাদীরা অংশ নেন। তারা নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও প্রসারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। চীনের নবায়নযোগ্য শক্তি উন্নয়নে অগ্রগামী ভূমিকার ফলে বাংলাদেশও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি বিশেষ সুযোগ পেতে পারে বলে আলোচকরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে আয়োজিত আলোচনাসভায় নবায়নযোগ্য শক্তি সংক্রান্ত বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি কীভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে, তা তুলে ধরেন।
ইএসএডিএস এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, "চীনা নববর্ষ পুনর্নবীকরণের ও আশার প্রতীক। নারায়ণগঞ্জে এটির উদযাপনের মাধ্যমে আমরা এই ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়।"
ইডএঊউ-এর পরিচালক বলেন, "এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদযাপনটি আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত অগ্রসর হওয়ার জরুরি প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।"
অনুষ্ঠান শেষে চীনা সরকারের প্রতি একটি যৌথ আবেদন পেশ করা হয়, যাতে বাংলাদেশে সবুজ বিনিয়োগের সুযোগ বৃদ্ধির জন্য তারা সহায়তা করে।
এই আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জে শুধুমাত্র একটি উৎসব উদযাপন করা হয়নি, বরং এটি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান হিসেবেও চিহ্নিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান,সহভাপতি ফজলুল হক ভূঁইয়া, অভিনেতা শিশির, বোরহান বকুল প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র জন য
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।