টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড না পেয়ে নারায়ণগঞ্জসহ সারা দেশের স্মার্টকার্ড নিয়ে তালবাহানা ন্যায্য মূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্নে জেলার সাধারণ নাগরিকবৃন্দের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এসময় সাধারণ নাগরিক  পুরাতন কার্ডধারীরা জানান, জানুয়ারি মাসে তারা নতুন টিসিবি  ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য বঞ্চিত হয়েছে টিসিবি পণ্য থেকে। নতুন কার্ড  হাতে পেতে তাদের অনেক সময় লাগবে। অনেকেই টিসিবি পণ্য থেকে বঞ্চিত হবে এই নতুন না পেয়ে ।

যে পর্যন্ত নতুন কার্ড তারা হাতে না পাবে সে পর্যন্ত যাতে তারা পুরাতন কার্ড দিয়ে পণ্যকে পাওয়ার সুবিধা পান।  স্মার্ট ফ্যামিলি  কার্ডের জটিলতার জন্য এ মাসে ২ লক্ষ ১হাজার ৪২০ জন কার্ডধারীর মধ্যে টিসিবি'র পন্য পাবে ১লক্ষ ৪৪ হাজার।

প্রতি দুই মাস পর পর কার্ড বদল হয়। অনেকেই যার ফলে কার্ড পায় না।  যারা কার্ড পায় তাদেরও কার্ড পেতে অনেক কষ্ট হয়। যদি আগের মত ভোটার আইডি কার্ডের মাধ্যমে দিত তাহলে অনেক ভালো হতো। কয়েকদিন পর পর কার্ড বদল হতো না। আমাদেরও আর কষ্ট হতো না। 

নাম প্রকাশ করতে অনিচ্ছুক নারায়ণগঞ্জ  এক টিসিবি ডিলার বলেন, আমাদের নির্দেশনা এসেছে যে আমরা নতুন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পন্য দিবো।যদি কার্ডধারীকে না পাওয়া যায় তাইলে পরের মাসে কার্ডধারীকে সেই পন্য  দিতে হবে। দেখা যাবে সামনে রোদ বৃষ্টি হবে।

মালামালগুলো গোডাউনে নষ্ট হয়ে যেতে পারে। কারণ সেই পন্যগুলো এক মাস পরে দেওয়া হবে। আর আমরা যদি পন্য ফিরত নিয়ে যাই। তাহলে সাধারণ মানুষ আমাদের চোর ভাববে।  কোনো কোনো ওয়ার্ডে সাধারণ মানুষের মাইরও খেতে পারি। আমরাও আছি এখন বিপদে। 

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করেন। ওয়ার্ড সচিবরা আপনাদেরকে নতুন কার্ড দিবেন। সব কার্ড এখনো হয়নি। কিছু কার্ড বাকী আছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি নির্বাচিত হয়ছে সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান মনির। 

সোমবার(৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর ঐতিহ্যবাহী সনমান্দী বড় মসজিদে কমিটির সর্বসম্মতিক্রমে সাংবাদিক  মনিরুজ্জামান মনিরের নাম ঘোষণা করা হয়।

উলেখ্য গত  ২১ মার্চ ঐতিহ্যবাহী সনমান্দী বড় মসজিদ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাষ্টার ইন্তেকাল করলে সভাপতি পদ টা শূন্য হয়।

ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।

আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা তথা ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য সর্বাত্নক সহযোগিতা,পরামর্শ ও দোয়া কামনা করি।

তিনি আরো বলেন উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি যুব ও তরুন প্রজন্মকে সাথে নিয়ে ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ্ কে একটি মডেল ঈদগাহ্ েরুপান্তর করতে চাই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • ছবি তুলতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
  • ঈদের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো : ডিসি জাহিদুল
  • ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
  • ঈদের দিন নিহত সুমাইয়ার বাসায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
  • ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির