জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন হতে পারে
Published: 29th, January 2025 GMT
জাতীয় নির্বাচনের দাবিতে চাপ সৃষ্টি করতে দ্রুত আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যদি সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য আমাদের যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি সরকারকে সঠিক রাস্তায় আনার জন্য আন্দোলনও করতে হতে পারে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনায় সভা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। সরকার মাত্রই ভুল সিদ্ধান্ত নিতে পারে, সেটা সব সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। অন্তর্বর্তী সরকার সব সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে, এটা তো সঠিক নয়, ভুল তাদেরও হতে পারে। সরকারের ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব। সেই পদক্ষেপকে আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ৫ আগস্ট স্মরণীয় দিন। এই দিনকে আরও স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন দেওয়া যেতে পারে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দিতে যদি দেরি করেন, সেই যৌক্তিকতা আপনাদের জনগণের কাছে তুলে ধরতে হবে। ইতোমধ্যে ছয় মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দেওয়ার ১৪-১৫ দিন পার হয়ে গেলেও এখনও কোনো উদ্যোগ দেখা যায়নি।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা পরিষ্কার বলেছি, আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বাছির জামাল প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ সরক র র র জন য
এছাড়াও পড়ুন:
সরকার লক্ষ্যে স্থির থাকতে পারছে না: মোহাম্মদ জকারিয়া
নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকারিয়া বলেছেন, অনেকেই এখন গণ–অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে। সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না। জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ সোমবার এবি পার্টির গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জকারিয়া এ কথা বলেন। রমজানের প্রথম দিন থেকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ ইফতার কার্যক্রম শুরু হয়েছে।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাবের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান প্রমুখ।