জানুয়ারিতে তৃতীয় বারের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। যা এতদিন ছিল এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।
আজ বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
দাম বাড়ানোর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, সোনা ও রুপার অলংকার কিনতে গেলে ক্রেতাকে নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি গুণতে হবে। অর্থাৎ এখন ক্রেতা ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের অংলকার কিনতে গেলে লাগবে ১ লাখ ৫৬ হাজার ৯৮৩ টাকা (স্বর্ণের দাম এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা, ভ্যাট-৭ হাজার ১৪০ টাকা এবং মজুরি ৮৬৬৭ টাকা)।
এর আগে গত ২২ জানুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। যা ২৩ জানুয়ারি কার্যকর হয়, ওই দামে এতদিন সোনা কেনাবেচা হয়েছে। সেই হিসেবে বুধবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৬১ টাকায় বিক্রি করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স বর ণ র দ ম স বর ণ ২২ ক য র ট র এক ল খ
এছাড়াও পড়ুন:
গভীর রাতে ডাকাডাকি, বের হতেই যুবককে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে উপজেলার কাশীপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেব (৩২) বেদে পল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল হোসেন (৩২) একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত ৩টার দিকে আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন রুবেল। এসময় আবু তালেব ঘর থেকে বের হলে তার বুকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘‘লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব