বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম চারদিনের সরকারি সফরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসছেন। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.

এএম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এ সময় লিখিত বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য জানান, সফর উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সফরের প্রথম দিনে ড. আমিনুল ইসলাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (সমন্বয়ক) সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।

তিনি জানান, দ্বিতীয় দিনে শাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর শিক্ষার্থীদের জন্য ১ হাজার আসন বিশিষ্ট দুটি আবাসিক হলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন তিনি। একই দিনে শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় দিনে তিনি সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। এছাড়া তিনি ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ দিনে তিনি মিনি অডিটোরিয়ামে গবেষণা ও উদ্ভাবন বিষয়ক ১২তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।

উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে সেমিস্টার ও ক্রেডিট ফি কমানো হয়েছে, পাশাপাশি ১ হাজার আসন বিশিষ্ট দুটি আবাসিক হল নির্মাণের কাজ চলছে। খুব শিগগিরই একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণের কাজও শুরু হবে।” শাবিপ্রবিকে গবেষণা-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এতে আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. রাজিক মিয়া, স্টেট পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ডেপুটি রেজিস্ট্রার এএফএম ড. সালাউদ্দিন, এএফএম মিফতাউল হক, মো. কালাম আহমেদ চৌধুরী প্রমুখ।

অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শাবিপ্রবির উপাচার্য ছিলেন। এছাড়া ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা/ইকবাল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম করব ন

এছাড়াও পড়ুন:

নাফ নদী থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার দুপুরে হোয়াইক্যং উপজেলার সীমান্তে নাফ নদী বগার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত দু’জন হলেন- হোয়াইক্যংয়ের বালুখালি এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যংয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল মোস্তফা।

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো নৌকা নিয়ে দুই জেলে ওই এলাকায় মাছ ধরতে যায়। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহাফুজ বলেন বলেন, ‘আরাকান আর্মি কারণে জেলেরা খুব আতঙ্কের মধ্য আছেন। প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।’ 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 

সম্পর্কিত নিবন্ধ