বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নানা বিতর্কের মাঝেও বাইশ গজে ছুটেছে রানের ফোয়ারা। সেই রান উৎসবের উইকেটেও বিভীষিকাময় ব্যাটিংয়ে চলমান আসরে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস। 

ফরচুন বরিশালের বিপক্ষে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয় রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত চলমান বিপিএলে এটিই সর্বনিম্ন রান। তাদের আগে সর্বনিম্ন ৮০ রান করেছিল দুর্বার রাজশাহী। এ ছাড়া বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৪৪ রানের বাজে রেকর্ড রয়েছে।

অধিনায়ক থিসারা পেরেরা সর্বোচ্চ ১৫ রান করেন ১১ বলে। ১০ রান করে আসে লিটন দাস-রনসফ বেটনের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের মুখ দেখেননি। 

আরো পড়ুন:

রাসেল-ওয়ার্নার-নারিনসহ পাঁচ বিদেশির সঙ্গে রংপুরের চুক্তি

হায়দার ঝড়ে শেষ চারের পথে চিটাগং, ছিটকে গেল ঢাকা

তানভীর ইসলামের ঘূর্ণিতে লিটন দাসের বোল্ড আউট পতনের শুরু। অথচ দুই চারে এই উইকেটরক্ষক ব্যাটার দেখিয়েছিলেন সম্ভাবনা। আশার আলো ফোটার আগেই যেন সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর উইকেটের মিছিলে শেষ ব্যাটার হিসেবে আউট হন মেহেদী হাসান রানা। তাও ৪.

৪ ওভার বাকি থাকতেই! 

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন তানভীর ইসলাম, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। ১টি উইকেট নেন জেমস ফুলার। 

আগের ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের পরাজয় টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় ঢাকাকে। নির্ভার হয়ে যেখানে খেলার কথা সেখানে যেন উল্টো চাপে থেকে দিশেহারা ছিল ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা/রিয়াদ/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা

আইপিএলের ২০২৫ আসরের প্রথম দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ সোমবার (৩১ মার্চ) তৃতীয় ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কলকাতা। কিন্তু অভিষিক্ত পেসার অশ্বিনী কুমারের বোলিং তোপে ১৬.২ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে কেকেআর।

অশ্বিনী ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। শুধু তাই নয়, অভিষেক ম্যাচে নিজের করা প্রথম বলেই তিনি আজিঙ্কা রাহানের উইকেট শিকার করেন। এরপর রিংকু সিং, মানিশ পান্ডে ও আন্দে রাসেলের উইকেট নেন তিনি।

দীপক চাহার ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, ভিনেশ পাথুর ও মিচেল স্যান্টনার।

আরো পড়ুন:

ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন ক্রিকেটাররা

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব

ব্যাট হাতে কলকাতার অঙ্গকৃষ রখুবংশী ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৬ রান করেন। রামানদীপ সিং ১২ বলে ১ চার ও ২ ছক্কায় করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। এছাড়া মানিশ পান্ডে ১৯, রিংকু সিং ১৭ ও আজিঙ্কা রাহানে করেন ১১ রান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা