আদালতের নির্দেশে দাফনের প্রায় ছয় মাস পর কবর থেকে উত্তোলন করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সুমন ইসলামের (২১) মরদেহ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর বকশীগঞ্জ কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে পুলিশ। 

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ উপস্থিত ছিলেন।

শহীদ সুমন ইসলাম সাকোয়া ইউনিয়নের আমিননগর বকশগিঞ্জ গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি সাভারের আশুলিয়ায় একটি দোকানে কাজ করতেন। সেখানে থেকেই জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেন তিনি।

সুমনের বাবা আব্দুল হামিদ জানান, গত ৫ আগস্ট আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ে আরএমএসটি টাওয়ারের সামনে ছাত্রজনতার আন্দোলনে যোগ দেয় সুমন ইসলাম। সেখানে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হলে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই আমিন নগর বকশীগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, একই বছরের ৫ সেপ্টেম্বর ছেলে হত্যার ন্যায় বিচারের দাবিতে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন শহীদ সুমনের মা কাজলি বেগম। এ অবস্থায় গত ৩১ ডিসেম্বর পুলিশের আবেদনের প্রেক্ষিতে মরদেহের সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, “কবর থেকে লাশ উত্তোলনে আদালতের নির্দেশ ছিল। এজন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ ওঠানো হয়। লাশের সুরতহাল করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।”

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ বলেন, “আদালতের নির্দেশ ছিল একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলেনের। আমি সেখান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সেখানে ছিলাম। লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/নাঈম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ময়ন তদন ত

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে কৃষকলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

আড়াইহাজারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল করেছে কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই মিছিল করেন আড়াইহাজার কৃষক লীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক লীগ নেতা হান্নান মিয়া ও রুবেল হোসেন।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ১০-১৫ জন লোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন কৃষক লীগের জন্মদিন’ স্লোগান দিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষকলীগের ৫৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যানারে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। হাবিবুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।
 

সম্পর্কিত নিবন্ধ