খাজা-স্মিথের জোড়া সেঞ্চুরি আর রেকর্ড ছোঁয়ার দিন
Published: 29th, January 2025 GMT
গলে আজ বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। উসমান খাজা ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে অজিরা। সেঞ্চুরিতে আজ দুজনেই ছুঁয়েছেন রেকর্ড। তাদের রেকর্ড ছোঁয়ার দিনে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলেছে একদিনে।
খাজা ১৩৫ বলে ৮টি চার ও ১ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। এটা ছিল তার টেস্ট ক্যারিয়ারের ষোড়শ সেঞ্চুরি। ২১০ বল খেলে ১০টি চার ও ১ ছক্কায় ১৪৭ রানে অপরাজিত আছেন। এই সেঞ্চুরির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন খাজা। তার আগে স্টিভ ওয়াহ ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৮ বছর ১ মাস ১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
স্মিথ আজ চারে ব্যাট করতে নেমে ১ রান নেওয়ার মধ্য দিয়েই চতুর্থ কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত তিনি ১৮৮ বল খেলে ১০টি চার ও ১ ছক্কায় ১০৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
আরো পড়ুন:
শান্তর নিরাশ আঁধারে আশার আলো দেখালেন মিরাজ
বুড়ো বয়সে সেঞ্চুরিতে দ্বিতীয় খাজা
তাদের আগে ট্র্যাভিস হেড ঝড় তুলে ফিফটি তুলে নেন। মাত্র ৪০ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৫৭ রান করে প্রবথ জয়সুরিয়ারের শিকারে পরিণত হন। অস্ট্রেলিয়ার রান ছিল তখন ৯২। ১৩৫ রানের মাথায় ওয়ান ডাউনে নামা ল্যাবুশেন ফেরেন ২ চারে ২০ রান করে। তার উইকেটটি নেন জেফরি বন্দরসে।
সেখান থেকে খাজা ও স্মিথ ৩০৭ বল মোকাবিলা করে অবিচ্ছিন্ন জুটিতে ১৯৫ রান যোগ করেন দলীয় সংগ্রহে। এ যাত্রায় দুজনেই তুলে নেন সেঞ্চুরি। এরপর অপরাজিত থেকে শেষ করে আসেন দিন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির ফোনালাপ
যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।
যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।