ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে ছয় শর্তে দ্বিতীয় দফা মেয়াদ বাড়িয়েছে পরিকল্পনা কমিশন।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন অবকাঠামো উন্নয়নের জন্য ৫৩৭ কোটি ৩৯ লাখ টাকার ৪ বছর মেয়াদী মেগাপ্রকল্পের মেয়াদ বাড়িয়ে ৬ বছর করা হয়। কিন্তু  ৪০ শতাংশ কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।

এজন্য দ্বিতীয় দফায় ১ বছর ৬ মাস বৃদ্ধি করে ২০১৮ জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। গত ১৯ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (তৃতীয় পর্যায়) প্রথম সংশোধিত এ প্রকল্পের মেয়াদ ও ব্যয় আর বৃদ্ধি করা হবে নাসহ ছয় শর্তে এ প্রস্তাবটি অনুমোদন দেয় কমিশন। এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী এক মাসের মধ্যে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব শর্তগুলোর মধ্যে রয়েছে-

(ক) এ প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধি করা হবে না

(খ) সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পের অনুকূলে বকেয়া অর্থ অতি দ্রুত ছাড় করার ব্যবস্থা করতে হবে, বর্ধিত মেয়াদ ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে ও নির্মাণ কাজের গুণগতমান বজায় রাখতে সুষ্ঠুভাবে তদারকি করতে হবে।

(গ) প্রকল্প পরিচালক অনুমোদিত আরডিপিপি অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনা নিশ্চিত করতে হবে এবং স্পেসিফিকেশন অনুযায়ী স্টিল সাটারিং, স্যানিটারি সামগ্রী, বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী, টাইলস ইত্যাদির গুণগতমান যাচাই করতে হবে। নির্মাণ সাইটে ঠিকাদার প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, মালামাল ও শ্রমিকের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনগাফিলতি দেখা দিলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

(ঘ) প্রস্তাবিত বর্ধিত মেয়াদে প্রকল্পের সব প্যাকেজের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকল্প কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবেন। 

(ঙ) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসনের জন্য প্রকল্প থেকে তিনটি দশতলা ভবন নির্মাণ করা হচ্ছে। সেগুলো যাতে অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাস্তবতা যাচাই করে প্রয়োজনীয় সংখ্যক ভবন নির্মাণ করা উচিত হবে। এতে সময় ও সরকারী অর্থের অপব্যয় রোধ করা সম্ভব হবে।

(চ) ভবন নির্মাণ শেষ হওয়ার অনতিবিলম্বে স্পেসিফিকেশন অনুযায়ী আসবাবপত্র, ল্যাবরেটরি যন্ত্রপাতি, ক্রীড়া সামগ্রী, মেডিক্যাল যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সনাক্ত করার জন্য অমোচনীয় কালি দিয়ে প্রকল্পের নামকরণ করতে হবে। প্রকল্পের আওতায় ক্রয় করা যন্ত্রপাতি ও আসবাবপত্রের ইনভেন্টটরি প্রণয়ন নিশ্চিত করতে হবে। 

প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২৭তম সভায় এ মেগাপ্রকল্প অনুমোদন দেওয়া হয়। ৫৩৭ কোটি ৩৯ লাখ টাকার এ প্রকল্পের অধীনে নয়টি ১০তলা ভবন নির্মাণ ও ১১টি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণসহ বেশকিছু অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের পরিকল্পনা রাখা হয়। নয়টি ১০তলা ভবনের মধ্যে পাঁচটি আবাসিক হল, দুটি কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার এবং একটি করে একাডেমিক ও প্রশাসনিক ভবন রয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, প্রকল্পটি অনুমোদনের পর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড.

হারুন-উর-রশিদ আসকারী ২ বছর ২ মাস দায়িত্বে থাকলেও ওই সময়ে বড় কাজগুলোতে হাত দিতে পারেননি। প্রকল্পের অর্ধেক সময়ে মাত্র ৮ শতাংশ কাজ সম্পন্ন করে ড. আসকারী প্রশাসন।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপাচার্য হিসেবে নিয়োগের পর আবারও কাজ শুরু হয়। তবে কিছুদিন কাজ চলার পর নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় চিঠি দেওয়ার পর কয়েক মাস বিরতি শেষে কাজে ফেরেন ঠিকাদাররা।

মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না হওয়ায় সর্বশেষ ৫ মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে বিল দিতে না পারায় ধীর গতিতে চলে নির্মাণ কাজ। ফলে পরিকল্পনা মাফিক কাজের অগ্রগতি হয়নি। প্রকল্পটি শেষ করতে বর্তমানে পুরোদমে কাজ চললেও আরো ২ বছর সময় লাগবে বলে জানিয়েছে প্রকৌশল দপ্তর। ফলে সময় বৃদ্ধির জন্য একনেকে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, করোনা পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় প্রশাসনে রদবদল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সমকালীন প্রশাসনের অবহেলা ও অদূরদর্শিতাকে দায়ী করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন বলেন, “প্রশাসনিক রদবদল, করোনা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য নির্ধারিত মেয়াদে কাজ শেষ হয়নি। যেহেতু পরিকল্পনা কমিশন থেকে দেড় বছর মেয়াদ বৃদ্ধি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে আমরা বদ্ধপরিকর। কারণ এরপর আর হয়তো মেয়াদ বাড়ানো যাবে না। তখন আমরা, বিশ্ববিদ্যালয় ও ঠিকাদার প্রতিষ্ঠান সবাই ক্ষতিগ্রস্ত হব।”

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ও প্রকল্প পরিচালক ড. নওয়াব আলী বলেন, “আমরা ২ বছর মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছি। আবেদন প্রক্রিয়াধীন ছিল। ইউজিসি থেকে একটি টিম সরেজমিনে দেখে গেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই মেয়াদ বৃদ্ধির আবেদন গৃহীত হয়েছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভবন ন র ম ণ ন শ চ ত করত প রকল প র ব যবস থ শ ষ কর র জন য

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ