সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ (জেইউএন) এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কর্মকান্ড আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।  


সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র সভাপতি ও দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদের সভাপতিত্বে সভার শুরুতেই মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে কার্যকরী কমিটিতে কো-অপ্ট করা হয়। সভায় কার্য্য বিবরনী পাঠ করেন সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে আরও ১৭ জন নতুন সদস্যের আবেদন অনুমোদিত হয়। এছাড়া শীঘ্রই একটি পরিচিতি অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


সভায় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি নাহিদ আজাদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ শাওন, কার্যকরী সদস্য শরীফ সুমন, নিয়াজ মোহাম্মদ মাসুম, মশিউর রহমান। সভায় উপস্থিত সব সদস্য সংগঠনের কার্যক্রমকে গতিশীলসহ সামাজিক কাজে সংগঠনকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেন। এ সভায় পরিচিতি অনুষ্ঠানের জন্য একটি ৫ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন হয়। এতে আনোয়ার হাসান কে আহ্বায়ক, নিয়াজ মোহাম্মদ মাসুমকে সদস্য সচিব এবং এম আর কামাল, বিল্লাল হোসেন রবিন ও শরীফ সুমনকে সদস্য করা হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স গঠন

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে রানা বরগুনার পাথরঘাট এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি মাদারিপুরের মো. দেলোয়ার হোসেনের মেয়ে সুরভী আক্তারকে বিয়ে করে রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় তার স্বামীকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলো। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০২০ সালের ৫ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভাড়া বাসায় পারিবারিক নিয়ে কথা কাটাকাটির জের ধরে জসিম উদ্দিন ওরফে জসিম রানা তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। সেই সাথে তার স্ত্রী সুরভী আক্তার পরিবারের সদস্যদের আত্মহত্যার কথা জানিয়ে আসার কথা বলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সুরভী আক্তারের পরিবারের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় সুরভী আক্তারের বাবা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জাকির খানের মিছিল ও সমাবেশ
  • আরসা প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী রিমান্ড শেষে কারাগারে  
  • বিশেষ শিশুদের পাশে নারায়ণগঞ্জ ডিসি ‘ভিন্নতা নয়, সম্ভাবনার প্রতীক অটিজম’
  • রিমান্ড শেষে কারাগারে আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী
  • বিশেষ শিশুদের পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ‘ভিন্নতা নয়, সম্ভাবনার প্রতীক অটিজম’
  • আট দিনের রিমান্ড শেষে কারাগারে আরসার প্রধান আতাউল্লাহ ও পাঁচ সহযোগী
  •  জেলা প্রশাসনকে সহযোগীতা করবে হেফাজতে ইসলাম
  • আওয়ামী লীগ নেতাকর্মীদের পেটানোর নির্দেশ দিলেন টিপু
  • নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া 
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড