টানা আট জয়ে আগেই নিশ্চিত হয়েছিল প্লে’অফ। এরপর হারের হ্যাটট্রিক করে রংপুর রাইডার্স। অ্যালেক্স হেলসের মতো ব্যাটার চলে যাওয়ায় ভুগতে থাকে দলটি।

তবে প্লে’অফের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আন্দ্রে রাসেল-সুনীল নারিনসহ টি-টোয়েন্টির হটকেকদের সঙ্গে সেরে রেখেছে চুক্তি। এই দুজন ছাড়াও ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও আসিফ আলির সঙ্গে চুক্তি করেছে রংপুর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে’অফ এবং পরবর্তীতে যদি ফাইনালে ওঠে তাহলে এই বিদেশিদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন:

হায়দার ঝড়ে শেষ চারের পথে চিটাগং, ছিটকে গেল ঢাকা

‘দেশ সেটেল নেই’- পারিশ্রমিক ইস্যুতে মিরাজ

বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) চিটাগং কিংসের বিপক্ষে হারের পর পাঁচ বিদেশির বিষয়ে নিশ্চিত করেছেন রংপুরের টিম ম্যানেজার আহসানুর রহমান মল্লিক। প্লে’অফ থেকে ম্যাচ বুঝে এই পাঁচজনের যে কাউকে আনা হবে বলে জানান তিনি।

এদিন চিটাগংয়ের বিপক্ষে বাজে ব্যাটিং-বোলিংয়ের খেসারত দিতে হয়েছে টানা তিন হার দিয়ে। আগে ব্যাটিং করে ৫ উইকেটে মাত্র ১৪৩ রান করে রংপুর। তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে চিটাগং।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

সুবিপ্রবি ভিসির পদত্যাগ ও ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন। আজ বুধবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ক্ষমতার অপব্যবহার করে জেলা শহরকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় তার উপজেলায় নিজের গ্রামের পাশে নিয়ে গেছেন। এখন তার গ্রামের বিভিন্ন বাসাবাড়ি ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে। তার নিজের বাড়ির দলীয় ব্যক্তিগত কার্যালয়ও এই কাজে ব্যবহৃত হচ্ছে। এই কাজে সহযোগিতার করছেন বর্তমান ভিসি। তাই আমরা ভিসির পদত্যাগসহ দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা শহরের আশেপাশে স্থাপনের দাবি জানাচ্ছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের সদস্যসচিব মুনাজ্জির হোসেন সুজন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক হুমায়ুন মঞ্জুর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিবুল ইসলাম, রবিউল লেইস রোকেস, শামসুদ্দিন আহমদ প্রমুখ।

পরে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের ১৫১ সদস্যের জেলা কমিটি ও ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ সময় প্রত্যেক উপজেলায় ১২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটিও ঘোষণা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ