পাবনার ঈশ্বরদীতে সাজ্জাদ হোসেন সাগর নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পাকশী ইউনিয়নের যুক্তিতলা লাইনপাড়া এলাকায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাজ্জাদ হোসেন সাগর নওগাঁর বদলগাছী উপজেলার টয়নারী গ্রামের বাসিন্দা। তিনি ২০ বছর ধরে যুক্তিতলা লাইনপাড়া এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার বিকেলে প্রতিবেশী এক শিশু পাশের বাড়ির একটি দোয়া মাহফিল অনুষ্ঠানের খাবার দিতে গিয়ে সাগরের বাসার দরজা খোলা দেখতে পায়। ঘরে প্রবেশ করে সাগরকে অচেতন অবস্থায় দেখে সে। এ সময় তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। মাথার কাছে জমির দলিল, হাতুড়ি, দা, বঁটি পড়ে ছিল। শিশুটি তাৎক্ষণিক এলাকাবাসীকে খবর দিলে তারা এসে থানায় জানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
সাগরের স্ত্রীর ভাগনি কাকলি খাতুন বলেন, তিন বছর আগে তাঁর খালা মারা যান। তখন থেকেই খালু একাই এ বাসায় বসবাস করতেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কীভাবে মারা গেছেন, তা জানেন না।
থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলা ভিশন ও বৈশাখী টেলিভিশনে আজ যা দেখতে পারেন
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী পূজা। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী আশিক ও আয়শা জেবিন দিপা। বেলা একটায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান।
‘মন খারাপের ঘর’ নাটকে খায়রুল বাসার, তানজিন তিশা