সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
Published: 29th, January 2025 GMT
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭-৮ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এ সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান জানান, সপ্তাহ খানেক আগে বুধহাটা ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল। আজ একই স্থানে নতুন ঘোষিত কমিটির সভাপতি আব্দুর রবের গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ ও সাবেক সভাপতি কবির ঢালীর গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেয়। উভয় গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ৬-৭ জন আহত হয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ঘটনাস্থল ও আশপাশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
“মাদক ব্যবসায়ীরা রাজনৈতিক নেতাকর্মীদের টাকা দিয়ে মাদক ব্যবসা করে”
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রাইজদিয়া গ্রামে বেড়েছে ডাকাত ও চোর, মাদক ব্যবসায়ীদের আনাগোনা। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠে মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর দাবি, চুরি,ডাকাতি ও মাদক ব্যবসায় রাইজদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা জড়িত রয়েছে। মাদক ব্যবসায়ীদের একটি মহল স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের টাকা দিয়ে এই মাদক ব্যবসা করে।
এই অর্থ পেয়ে মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রয় সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠে। মাদক ব্যবসায়ীদের নির্মূল করা না গেলে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামের সুশীল সমাজের অভিযোগ, মাদক নির্মূলে পারিবারিক সচেতনতা জরুরি। রাইজদিয়া গ্রামে সর্বত্রই মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই সহজে মিলছে বিভিন্ন ধরণের মাদক। এর ফলে দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবী ও মাদক কারবারির সংখ্যা।
এলাকার তরুণ সমাজ ক্রমেই ধাবিত হচ্ছে নেশার জগতের দিকে। নেশার টাকা সংগ্রহ করতে সমাজে বৃদ্ধি পাচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা।
সভায় রাইজদিয়া গ্রামের স্থানীয় এলাকাবাসী মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। মাদক ব্যবসায়ী এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন।
প্রশাসনের কাছে গ্রামবাসী এই মহলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।