পিরোজপুরের নাজিরপুরে উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন খান বলেন, ‘তোর কল্লা (মাথা) কেটে নেব, তোর ভাইয়ের পা কেটে নেব। বিএনপি নেতাদের নির্দেশ।’ উপজেলা বিএনপির নেতাদের বরাত দিয়ে এ হুমকি দেন তিনি। 

সোমবার শ্রমিক দল নেতার এমন বক্তব্যের একটি অভিও ভাইরাল হয়েছে।   

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক টুকু শ্রমিক দল নেতা সুমনের মোবাইল ফোনে কল দেন। এ সময় ছাত্রলীগ নেতা টুকু বলেন, ‘সুমন ভাই আপনি কেন আমাকে খুঁজছেন?’ জবাবে সুমন এ হুমকি দেন। এ ঘটনার পর শ্রমিক দল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

ভাইরাল হওয়া অভিওয়ের বিষয়ে শ্রমিক দল নেতা সুমন খান বলেন, ‘আমি দলের কামলা। আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বলেছি।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সবিব আবু হাসান খান বলেন, শ্রমিক দল নেতা সুমন খানকে বহিষ্কার করেছে।
 
নাজিরপুর থানার ওসি মো.

মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ল্যাম্পসের ৯ মাসে লোকসান কমেছে ৫৪.৭৩ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৩৬) টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৫.৪৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১২.০৬)। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান কমেছে ৬.৬০ টাকা বা ৫৪.৭৩ শতাংশ।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.২৪ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ