রূপগঞ্জে আবাসন কোম্পানির নামে জবর দখলে বাঁধা, হামলা, লুটপাট
Published: 29th, January 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মেগা সিটি নামের অবৈধ আবাসন কোম্পানি জমি না কিনেই বসত ঘর ও ফসলি জমি দখল ও নিজেদের দাবী করার প্রতিবাদ করায় নিরীহ বাসিন্দাদের উপর হামলা করে ৪ জনকে কুপিয়ে জখম, বাড়ি ঘরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পলখান গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার ভুক্তভোগী ও রূপগঞ্জ থানায় অভিযোগকারী বাদী মামুন শেখ জানান, দাউদপুরের পলখান এলাকায় তাদের বসত ভিটা ও ফসলি জমি মেগা সিটির নামে নিজেদের সাইনবোর্ডে দিয়ে দখলে নেয়ার প্রতিবাদ করার একই এলাকার বাছিরের ছেলে তুহিন( ৩২), ছমির উদ্দিনের ছেলে রিয়াদ ও নাহিদ, ওহাদ আলীর ছেলে বাবুল, আব্দুর রহমানের ছেলে মাছুমসহ ফয়সাল,সোহাগ,মানিকসহ ২০/৩০ জনের একটি সন্ত্রাসী দল ২৮ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে কিছু বুঝে ওঠার আগেই বাড়িতে প্রবেশ করে হামলা ও লুটপাট করতে থাকে। এতে বাঁধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে ভাই মোশাররফ,মাসুমসহ একই পরিবারের ৪জনকে গুরুতর আহত করে। এ সময় মসজিদদের মাইকে হামলার ঘটনা জানালে গ্রামবাসি এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রথমে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন। পরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সংশ্লিষ্ট সদস্য শাহীন আকন্দ মুঠোফোনে জানান, ঘটনাটি পূর্ব শত্রুতার জের ও রাজনৈতিক গ্রুপিং দ্বন্দ্বে ঘটেছে। উভয় পক্ষের হামলার ঘটনায় দু পক্ষেরই আহতের ঘটনা রয়েছে। আমাদের ৩ জন আহত হয়েছে।
দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনা তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ এ ঘটন
এছাড়াও পড়ুন:
দেড় ঘণ্টায় শেষ সুলভ মূল্যের ডিম-দুধ, পাননি অনেকেই
নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ দপ্তরের গাড়ি পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। এরপর শুরু হয় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি। দুপুর ১২টার কিছুক্ষণ পরেই দেখা গেল গাড়িতে ডিম ও দুধ নেই। কেবল ১৬ কেজি গরুর মাংস অবশিষ্ট রয়েছে। অর্থাৎ মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়ে গেছে সুলভ মূল্যে বিক্রির জন্য আনা দুধ ও ডিম।
আজ সোমবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস এলাকায় দেখা গেছে এমন চিত্র। এদিন নগরের ওয়্যারলেস ও টেক্সটাইল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এই কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, আজ প্রতিটি গাড়িতে ২০০ লিটার দুধ, ১ হাজার ৫০০ পিস ডিম ও ৭৫ কেজি করে মাংস ছিল। সে হিসেবে মাত্র দেড় ঘণ্টায় ২০০ লিটার দুধ ও ১২৫ ডজন ডিম বিক্রি শেষ হয়ে গেছে। তবে দুপুর ১২টার দিকে তেমন ভিড় দেখা যায়নি সেখানে। স্থানীয় লোকজন বলছেন, তাঁরা অনেকে আগে এসেও পণ্য পাননি।
এদিন অন্তত ১০ ক্রেতা দুধ-ডিম না পেয়ে ফেরত গেছেন। ডিম কিনতে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, ‘আমি দুপুর ১২টার দিকে এসে ডিম পাই নাই। বাসা থেকে আসতে আসতেই দেখি সব শেষ। তাঁরা নাকি দেড় হাজার ডিম আনছে। তাহলে আমরা পাই নাই কেন?’
গাড়ি থেকে এসব পণ্য কেনার জন্য প্রথমে টাকা দিয়ে স্লিপ নিতে হয়। কর্মকর্তারা জানান, একজন সর্বোচ্চ এক ডজন ডিম, এক বা দুই লিটার দুধ ও এক কেজি মাংস কিনতে পারেন। কেউ চাইলে শুধু ডিম, দুধ অথবা মাংস কিনতে পারবেন। তবে মাংসের চাহিদা তুলনামূলক কম।
দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়ে কর্মকর্তারা বলেন, ঢাকায় ফ্রিজার ট্রাক রয়েছে। ফলে তারা দীর্ঘ সময়ের জন্য পণ্য নিয়ে আসতে পারে। কিন্তু চট্টগ্রামে সে সুযোগ নেই। তাই পরিমাণ কম। আবার দ্রুত ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার প্রথম আলোকে বলেন, যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে পণ্য দেওয়া হয়েছে। মাংসের চাহিদা কম থাকায় কিছু মাংস থেকে গেছে। ডিমের চাহিদা বেশি ছিল। দেড় থেকে দুই ঘণ্টায় শেষ হয়ে গেছে।