ভালোবাসা দিবস উপলক্ষে তানভীর তারেকের রচনা ও পরিচালনায় আসছে নাটক ‘ফাঁদের প্রেমে’। নাটকটি ১৪ ফেব্রুয়ারি আমেরিকা-কানাডাভিত্তিক চ্যানেল এটিভি ইউএসএ’র ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে।

একই সঙ্গে আশা মাল্টিমিডিয়া চ্যানেলে সারা বিশ্বের জন্য ইউটিউব প্রিমিয়ার করা হবে তার পরদিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি।

রোমান্টিক থ্রিলারধর্মী এই নাটকের গল্প মূলত আমেরিকায় বাংলাদেশিদের ইমিগ্রেশন, প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি। নাটকটির একটি বিশেষ ধারাবর্ণনায় অংশ নিয়েছেন আরও একজন অভিনয়শিল্পী।

‘ফাঁদের প্রেমে’ নাটকটির নির্মান প্রসঙ্গে পরিচালক তানভীর তারেক বলেন,‘যেহেতু দীর্ঘদিন গল্প-গদ্য লিখি, তাই নাটককে আমি মনে করি তার দৃশ্য বর্ণনা। প্রায় দেড় যুগেরও বেশি সময় আগে আমি জয়ন্ত চট্টোপাধ্যায়, অপূর্ব, নাদিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছিলাম। কাকতালীয়ভাবে সেটিও ছিল ভালোবাসা দিবসেরই নাটক। এবারও নিজের লেখা ভালোবাসা দিবসের নাটক নিয়েই দর্শকের সামনে হাজির হচ্ছি। আশা করি দর্শকেরা নাটকের গল্পে এক ধরনের নতুনত্ব পাবেন।’

‘ফাঁদের প্রেমে’ নাটকে একটি রোমান্টিক গান থাকছে, যার কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক। গানটির সংগীত পরিচালনা করেছেন অভিজিৎ জিতু।

নাটকটির আবহসংগীত করছেন রাজেশ মজুমদার। চিত্রগ্রহণে শাহনেওয়াজ হাসিব, সম্পাদনা করছেন এস এম তুষার। এটি আশা মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজনা।

নাটকটি প্রসঙ্গে প্রযোজক আশা মাল্টিমিডিয়ার এশা রহমান বলেন, ‘ফাঁদের প্রেমে’ নাটকটির মাধ্যমে আমরা যাত্রা শুরু করলাম। এরই ভেতরে আমরা চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছি। পাশাপাশি নিয়মিত নাটকের প্রযোজনা অব্যাহত থাকবে। আমরা চাই কোয়ালিটি প্রডাকশনের মাধ্যমে দর্শকদের বিনোদন ও সোশ্যাল মেসেজ দিতে।’

‘ফাঁদের প্রেমে’ নাটকটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একাধিক লোকেশনে ধারণ করা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, লাক্স তারকা সিফাত তাহসিন, আকাশ রহমান, আনোয়ার হোসেন, শাহ আলম দুলাল, রুমা আলম, সৌরভ ইমাম, রাজসহ একাধিক অভিনয় শিল্পী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টকট র

এছাড়াও পড়ুন:

বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪ জন আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড এ্যামোনিশন (গুলি), দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, অভিযান চালিয়ে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়। 

তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি), ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন (গুলি), ২১টি দেশীয় অস্ত্র, নগদ ১ লক্ষ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

জব্দ মালামালসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ