হায়দার ঝড়ে শেষ চারের পথে চিটাগং, ছিটকে গেল ঢাকা
Published: 29th, January 2025 GMT
সমীকরণটা সহজ ছিল চিটাগং কিংসের জন্য। হাতে ৫ উইকেট রেখে রংপুর রাইডার্সকে হারাতে ১৮ বলে ২০ রান লাগত তাদের। রংপুরের পথের কাঁটা হয়ে ছিলেন হায়দার আলী। চিটাগংয়ের জন্য ভরসা।
১৮তম ওভারে রংপুরের হয়ে আক্রমণে আসেন পেসার আকিফ জাভেদ। আগের ৩ ওভারে মাত্র ১৩ রান দেওয়া বাঁহাতি পেসার আকিফ শেষ ওভার করতে এসে দলকে ডোবাবেন তা কল্পনাও করতে পারেননি কেউ। স্বদেশী হায়দার আলী টানা চার ছক্কা উড়িয়ে ১৪ বল আগে চিটাগংকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৮ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪৮ রান করে হায়দার চিটাগংয়ের জয়ের নায়ক।
এই জয়ে প্লে’অফের লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেল চিটাগং কিংস। তাদের ৫ উইকেটের জয়ে লড়াই থেকে ছিটকে গেল ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচে ৬ জয়ে চিটাগংয়ের পয়েন্ট ১২। সমান ম্যাচে ৩ জয়ে ঢাকার পয়েন্ট ৬। শেষ ২ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট ১০ এর বেশি হবে না। অন্যদিকে চিটাগং দুই ম্যাচের একটিতে জিতলেই নিশ্চিত করবে শেষ চার।
আরো পড়ুন:
‘দেশ সেটেল নেই’- পারিশ্রমিক ইস্যুতে মিরাজ
ইফতেখারে ‘মুখ রক্ষা’ রংপুরের
টস হেরে ব্যাটিং করতে নেমে ইফতেখার আহমেদের ৪৭ বলে ৬৫ রানের হার না মানা ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৩ রান তুলে রংপুর। ৭ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছিলেন ইফতেখার। এছাড়া তার সঙ্গে ২২ রানে অপরাজিত থাকেন মাহেদী হাসান। ২০ বলে ৩ চারে ২২ রান করেন তিনি। দুজন ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ৭৫ রান করেন।
রংপুরের ইনিংসের প্রথম ওভারটিই ছিল মেডেন। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর ওভার থেকে কোনো রান নিতে পারেননি স্টিভেন টেইলর। বাঁহাতি ওপেনার দ্বিতীয় ওভারে ফেরেন সাজঘরে। পেসার শরিফুল ইসলাম তার উইকেট উপড়ে ফেলেন।
আরেক ওপেনার সৌম্য জীবন পাওয়ার পরও ভালো করতে পারেননি। ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন। শরিফুলকে তিনে নামা সাইফ পরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরু করেছিলেন। কিন্তু ওই রানেই থেমে যেতে হয় তাকে। অধিনায়ক নুরুল হাসান সোহানের সংগ্রামী ইনিংস শেষ হয় বাজে শটে। ২১ বলে মাত্র ৯ রান করেন তিনি।
ইরফান শুক্কুর পারেননি সুযোগটি কাজে লাগাতে। ২ বলে ১ রান করে শামীমের বলে এলবিডব্লিউ হন। ১২.
চিটাগংকে আটকানোর জন্য যা যথেষ্ট ছিল না। যদিও জয়ের পথে উঠা-নামা করেছে তাদের অবস্থান। ওপেনার লাহিরু মিলান্থা ৬ রানে আউট হন। গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে ১৫ রানের বেশি আসেনি। মোহাম্মদ মিঠুনের ইনিংস থেমে যায় ২০ রানে। শামীম পাটোয়ারী ৮ রানে রান আউট হন।
বিপদে পড়া দলকে উদ্ধারে জুটি গড়েছিলেন পারভেজ হোসেন ইমন ও হায়দার আলী। দুজন ৪৩ রান জমা করেন। ধীর গতির ব্যাটিংয়ে ফিফটির পথে এগিয়ে যাচ্ছিলেন ইমন। একাদশে ফিরে ২টি করে চার ও ছক্কায় সাজান ইনিংসটি। কিন্তু সাইফ উদ্দিনের বলে ক্যাচ দিয়ে তাকে থামতে হয় ৪১ রানে। সেখান থেকে হায়দার একাই দলের হাল ধরে জিতিয়ে মাঠ ছাড়েন।
রংপুরের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন আকিফ জাভেদ ও সাইফ উদ্দিন। বোলাররা চেষ্টা চালালেও স্কোরবোর্ডে পর্যাপ্ত পুঁজি না থাকায় ম্যাচটা হারতে হয়েছে রংপুরকে। টানা আট জয়ে বিপিএল শুরু করা রংপুর টানা তিন হারে ছন্দ হারিয়েছে বেশ ভালোভাবেই।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ন কর ন ইফত খ র প র নন উইক ট
এছাড়াও পড়ুন:
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা
সুদানে জাতিসংঘের এক ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
সুদানের কোরদোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের ভবনটিতে গতকাল শনিবার এ হামলা হয়।
গুতেরেসের বিবৃতিতে বলা হয়, হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন।
গুতেরেস বলেন, ‘দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
হামলায় নিহত শান্তিরক্ষীদের সবাই বাংলাদেশি। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন। হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন।সুদানের সেনাবাহিনী ওই হামলার দায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে দেশটির আধা সামরিক বাহিনীর ওপর চাপিয়েছে।
সুদানে দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এ লড়াই চলছে।
আরএসএফ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ হামলা বিদ্রোহী মিলিশিয়া এবং এর পেছনে যাঁরা আছেন, তাঁদের ধ্বংসাত্মক কৌশলের স্পষ্ট প্রকাশ।
সুদান সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে একটি স্থান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে। তারা বলেছে, এটি জাতিসংঘের স্থাপনা।
বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হওয়ার এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।.আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিবযেখানে হামলা হয়েছে, সেই তেলসমৃদ্ধ অঞ্চল আবেই নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ রয়েছে। ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এর পর থেকে সেখানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন মোতায়েন রয়েছে।
দুই দেশের সীমান্তে অবস্থিত আবেই বিশেষ প্রশাসনিক মর্যাদার অঞ্চল।
সুদানের আবেই অঞ্চলে একটি সড়কে দায়িত্ব পালন করছেন জাতিসংঘের একজন শান্তিরক্ষী