‘আমার অনাগত সন্তানকে কেন বাবা ছাড়া করলেন ভাই’ কেন করলেন আমাকে বিধবা, কেনো কিছুর বিনিময়ে আর পাবো? স্বামী হত্যার বিচার চেয়ে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যাত্রাবাড়ীতে খুন হওয়া প্রকৌশলী মিনহাজুর রহমানের স্ত্রী। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কাজলা এলাকায় দনিয়া কলেজের সামনে মিনহাজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলেন।

শেষ সময়ে মিনহাজের পাশে ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। ওই সময়ের বর্ণনা দিয়ে তার স্ত্রী লিখেছেন, “শেষ দেখা। কী ছটফটই না করলো আমার মিনহাজ।”

সাইফুল ইসলাম নামে নিহতের এক প্রতিবেশী জানান, মিনহাজ দনিয়া কলেজের সাবেক ছাত্র। একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। নূরপুর এলাকার মাহফুজ, শাওন, সাইফুল, সোহান, সৌরভও দনিয়া কলেজে পড়তেন। মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিলেন। রাজনীতি নিয়ে সৌরভদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিলো। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে তিনি দাবি করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক রাইজিংবিডিকে বলেন, “মিনহাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।” 

মিনহাজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামে। ঢাকায় সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

মিনহাজ বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান তার ভগ্নীপতি খালিদ মাহফুজ। তিনি বলেন, “কেন তাকে এভাবে হত্যা করা হলো। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।”

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়ন্স লিগে আজ ‘মাদ্রিদ ডার্বি’

পাসপোর্ট, ভিসার ঝামেলা নেই, এয়ার ট্রাভেলের ঝক্কি নেই; ঠিক এসব কারণেই ম্যানসিটিকে হারানোর শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদকেই চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এমবাপ্পে। পরে আনুষ্ঠানিক ড্রতেও দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যেই ম্যাচ পড়ে। আজ রাতে কোয়ার্টারে ওঠার সেই লড়াইয়ের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে এসে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ। 

একই শহরের পাশাপাশি দুটি ক্লাবের মধ্যকার ম্যাচ ঘিরে চ্যাম্পিয়ন্স লিগেও মাদ্রিদ ডার্বির উত্তেজনা বইছে। এই তো গত মাসের ৯ তারিখেই দু’দল মুখোমুখি হয়েছিল লা লিগায়। ১-১ গোলে সেই ম্যাচের উত্তেজনাও ভাগাভাগি হয়ে যায়। তা ছাড়া দু’দিন আগেই রিয়াল বেটিসের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে ভুলে গেলে চলবে না, এটা লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগ। আর সেখানে রিয়াল মাদ্রিদ মানেই রাজকীয় কিছু। 

এ পর্যন্ত স্বদেশি এই প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৯ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে পাঁচবার তারা নকআউট পর্বের লড়াইয়ে নেমেছে। রেকর্ড বলছে, কোনোটিতেই সফল হয়নি অ্যাতলেটিকো। পাঁচবারই তাদের বিদায় করে পরের রাউন্ডে গিয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড এটাও বলছে, চ্যাম্পিয়ন্স লিগে শেষ দু’বারের দেখায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

সম্পর্কিত নিবন্ধ