নেতানিয়াহুর সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প
Published: 29th, January 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক করবেন। আগামী ৪ ফেব্রুয়ারি নেতানিয়াহু ওয়াশিংটন সফরে যাওয়ার পর যে কোন একদিন এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জানা যায়, ট্রাম্পের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পর তিনিই প্রথম বিদেশি নেতা, যিনি হোয়াইট হাউসে আমন্ত্রিত হচ্ছেন। খবর: বিবিসি
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুর দিকে বৈঠকটি অনুষ্ঠিত হবে, তবে নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, নেতানিয়াহু খুব শিগগিরই ওয়াশিংটন সফরে আসবেন, তবে তিনি নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।
ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
এদিকে ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি চান মিসর ও জর্ডান গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দিক, কেননা গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে হামাস, ফিলিস্তিনি কর্তৃপক্ষ, জর্ডান এবং মিসর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
গত ৭ অক্টোবর ২০২৩ হামাসের ইসরায়েলে হামলার পর থেকে সংঘাত শুরু হয়, যাতে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়। পাল্টা অভিযানে ইসরায়েলের হামলায় ৪৭,৩৫০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য
এছাড়াও পড়ুন:
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোর
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল তাজ। বিকেলে নয়মাইল এলাকায় তাদের মোটরসাইকেল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি এলাকায় রাত ৮টার দিকে সে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। তারা চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।