ইমন-বিনুরাকে নিয়ে রংপুরের বিপক্ষে বোলিংয়ে চিটাগং
Published: 29th, January 2025 GMT
পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিকের টাকা আটকে রেখেছিলেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। এদিকে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছিলেন বিনুরা ফার্নান্দো। দুজনের কেউই চিটাগং কিংসের হয় সবশেষ ম্যাচে চট্টগ্রামে খেলেননি। তবে আজ (২৯ জানুয়ারি, ২০২৫) মিরপুরে তাদেরকে নিয়েই মাঠে নেমেছে চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলায় তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চিটাগং। দুই দলের দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে বিপিএলে। প্রথম দেখায় রংপুর ৩৩ রানে হারিয়েছিল চিটাগংকে। আজ তাদের প্রতিশোধের লড়াই। সঙ্গে প্লে’ অফ নিশ্চিতের মিশন। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চারে চিটাগং কিংস। হাতে ৩ ম্যাচ রেখে তাদের প্লে অফের সম্ভাবনা বেশ জোরাল। শেষ ৩ ম্যাচে দুইটিতে জয় পেলেও চিটাগং শেষ চার নিশ্চিত হয়ে যাবে।
রংপুর রাইডার্স: কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানা, রাকিবুল হাসান, ইরফান শুক্কুর, ইফতেখার আহমেদ, স্টেফেন টেইলর ও আকিফ জাভেদ।
আরো পড়ুন:
দুর্নামের দায়ভার নিল বিসিবি, নজরদারিতে ফ্র্যাঞ্চাইজি মালিকরা
সংগ্রাম পেরোনো সফল তাসকিনের অপেক্ষা ফুরাবে কবে?
চিটাগং কিংস: মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, লাহিরু মিলানতা, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, রাহাতুল ফেরদৌস জাভেদ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ম্যাকগাইভারের ঠোঁটে সজলের কণ্ঠ
যুক্তরাষ্ট্রের আশির দশকের টেলিভিশন সিরিয়াল ম্যাকগাইভার বাংলায় রূপান্তর করে বাংলাদেশ টেলিভিশন [বিটিভি] নব্বইর দশকে প্রচার করেছিল। এটি বেশ দর্শকপ্রিয়তা লাভ করে। রিচার্ড ডিন অ্যান্ডারসন অভিনীত সেই ম্যাকগাইভার বাংলাদেশের দর্শকদের জন্য ফিরেছে নতুন করে। তবে এবার বিটিভিতে নয়, ম্যাকগাইভারের বাংলা ডাবিং নিয়ে এসেছে এসআরকে ষ্টুডিও। ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও মডেল আব্দুন নূর সজল।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এর প্রচার শুরু হয়েছে। এটি প্রচার হচ্ছে প্রতিদিন দুপুর ১টায় ও রাত ৯টায়। যদিও বিদেশি সিরিজে ডাবিংয়ের অভিজ্ঞতা সজলের নতুন নয়। দুই বছর আগে কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লুসি’তে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। ম্যাকগাইভার সিরিজে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, ‘বিদেশি কোনো সিরিজের নির্দিষ্ট কোনো চরিত্রের সঙ্গে মিলিয়ে নিজে কণ্ঠ দেওয়া চ্যালেঞ্জিং। ম্যাকগাইভার অনেকেরই ভালোলাগার একটি সিরিজ। ছোটবেলায় নিজেরও একটি পছন্দের সিরিজ ছিল এটি। খুব যত্ন দিয়ে কাজটি করেছি। ম্যাকগাইভারের কণ্ঠ দেওয়ার বিষয়টি খুব এনজয় করছি। আশা রাখছি, এ সিরিজটি সবার কাছে উপভোগ্য হবে।’
সজল ছাড়াও সিরিজের বিভিন্ন পর্বে কণ্ঠ দিয়েছেন আবুল হায়াত, জয়া আহসান, তাসনিয়া ফারিণ, জাকিয়া বারী মম, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়া, রোজী সিদ্দিকীসহ অনেকে।