যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে চান। মঙ্গলবার এক প্রতিবেদনে এমন দাবি করেছেন ইসরায়েলের ব্রডকাস্টিং কান। 

প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সৈন্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে।

কান জানিয়েছে, ‘হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ইসরায়েলি সমকক্ষ কর্মকর্তাদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে ইঙ্গিত করা হয়েছে যে— প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান।’

এতে আরও বলা হয়েছে, ‘সিরিয়া থেকে আমেরিকান বাহিনীর প্রত্যাহার তেল আবিবের জন্য উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করবে।’

গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক ঘোষণা অনুযায়ী, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সেনা মোতায়েন রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২ 

চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকায় ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে মিছিলটি বের করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। 

মিছিল নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, মিছিলটি কোতোয়ালী থানার লাভ লেইন থেকে বের হয়ে নূর আহমদ সড়কের দিকে যায়। মিছিলে ১০ থেকে ১৫ জন অংশ নেন। ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা ফোর্স’। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ফিরবে, রাজপথ কাঁপবে,’ ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ এমন নানা স্লোগান দেন। এ সময় অন্তবর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘ভোরে লোকজনের চলাচল কম ছিল। দোকানপাটও বন্ধ ছিল। এসময় তারা কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’

সম্পর্কিত নিবন্ধ