ইসলাম ধর্মের রীতি মেনে বিয়ে করবেন রাখি
Published: 29th, January 2025 GMT
বিটাউনের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সব সময় থাকতে চান প্রচারের আলোয়। এবার এই অভিনেত্রী চর্চায় এসেছেন তৃতীয় বিয়ে কেন্দ্র করে। এর আগে দুই বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই নায়িকা। সালমান খানের ‘বিগ বস ১৫’-এর ঘর থেকে বেরিয়ে রিতেশকে বিয়ে করেছিলেন রাখি। তবে প্রথম বিয়ে বেশিদিন টেকেনি। এরপরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যান রাখি। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেন আদিল খান দুরানিকে। দ্বিতীয় বিয়ে করতে গিয়ে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিয়েও টেকেনি রাখির।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া’র সাথে এক আলাপচারিতায় রাখি সাওয়ান্ত জানিয়েছেন, গত দুইবারের ভুল আবার করতে চান না। তাই বুঝেশুনে এবার পাত্র পছন্দ করেছেন। পাত্র পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা। তার নাম দোদি খান। পুলিশের চাকরির পাশাপাশি তিনি নাকি অভিনয়েও জড়িত। তিনি পাকিস্তানিদের ভালোবাসেন। পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম মেনে বিয়ে করবেন নায়িকা। বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। হানিমুনে যাবেন নেদারল্যান্ডসে। আর বিয়ের পর দুবাইয়ে সংসার জীবন শুরু করবেন।
রাখি আরও জানিয়েছেন, পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি অনেকবার বিয়ের প্রস্তাব পেয়েছেন। তার পছন্দ হয়েছে দোদিকে।
আরো পড়ুন:
সৌদির ‘জাতীয় সংগীতে’ সুরারোপ করবেন মার্কিন সুরকার
আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে নুহাশ হুমায়ূনের ‘২ষ’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অপরাধীদের উৎসাহিত করবে: চারণ সাংস্কৃতিক কেন্দ্র
দুজন নারীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একটি চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মব তৈরি করে তাদের লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। এমন ঘটনা একটি ফৌজদারি অপরাধ। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে অপরাধীদের বিরুদ্ধে কোনো কথা নেই। এতে অপরাধীরা উৎসাহিত হবে।
রাজধানীর লালমাটিয়ায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বিবৃতিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ওপেন স্পেসে (উন্মুক্ত স্থানে) সিগারেট না খাওয়ার কথা বলেছেন। কিন্তু সিগারেট খাওয়া–সংক্রান্ত আইনে টংদোকান ওপেন স্পেসের (উন্মুক্ত স্থান) মধ্যে পড়ে না, তিনি হয়তো আইনটি পড়ে দেখেননি।’
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, একটি চিহ্নিত উগ্র সাম্প্রদায়িক নারীবিদ্বেষী গোষ্ঠী ক্রমাগত নারীদের ওপর নির্যাতন ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর কক্সবাজার সমুদ্রসৈকতে নারীদের নির্যাতন করতে দেখা গেছে। শুধু তা–ই নয়, এই গোষ্ঠী নারীদের খেলা বন্ধ করা, সাংস্কৃতিক আয়োজন বন্ধ করা, মাজারে আক্রমণসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার এসব বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণে চরম ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন‘স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন’৫ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সরে যাওয়া উচিত বলে বিবৃতিতে বলা হয়েছে। পাশাপাশি নারী লাঞ্ছনাসহ সব মব সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন‘পাবলিক প্লেসে’ ধূমপান নারী–পুরুষ সবার জন্য অপরাধ: স্বরাষ্ট্র উপদেষ্টা০২ মার্চ ২০২৫