পুরোপুরি বদলে যাওয়ার কারণ জানালেন দীপিকা
Published: 29th, January 2025 GMT
‘দীপিকা পাড়ুকোন আগের মতো নেই, নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন’– এমন কথা আজকাল বলিউডের অনেকের মুখে শোনা যাচ্ছে। যারা এ কথা বলছেন, তাদের দাবি এ অভিনেত্রী এখন পুরোপুরি ঘরকুনো হয়ে পড়েছেন। তাই বিভিন্ন পার্টিতে আগের মতো দেখা মেলে না তাঁর। এমনকি ছুটির দিনেও তিনি ঘর থেকে বের হতে চান না।
বলিউড সতীর্থদের এই কথা যে একেবার মিথ্যা নয়, তা স্বীকার করেছেন দীপিকা নিজেও। সেই সঙ্গে জানিয়েছেন বদলে যাওয়ার কারণ। তিনি বলছেন, ‘মাতৃত্ব নারী সত্তাকে অনেক বদলে দেয়। বহুকাল ধরে শুনে আসা এই কথা যে এক বিন্দু মিথ্যা নয়, নিজ অভিজ্ঞতা থেকে তা জানা হয়েছে। যার সুবাদে আমার উপলব্ধি পৃথিবীর অন্য মায়েদের থেকে আমি আলাদা নই।’
দীপিকার কথায়, ‘মেয়ে দুয়া যেমন আমার আত্মার অংশ, তেমনি পৃথিবীর বড় সম্পদ। যাকে ছেড়ে এক মুহূর্তের জন্য দূরে থাকতে ইচ্ছা করে না। তাই যে দীপিকাকে সবাই দিন-রাত ছুটে বেড়াতে দেখেন, হাসি-গান-আড্ডায় পার্টি ও বিভিন্ন অনুষ্ঠান জমিয়ে রাখতে দেখেন; সহজে আর তাঁর দেখা মিলবে না। কারণ এখন দুয়াকে ঘিরেই কাটছে আমার মুহূর্ত। মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছি। যার সঙ্গে অতীতের দীপিকাকে মেলাতে যাবে না।’
গত সেপ্টেম্বরে দীপিকার কোলজুড়ে এসেছে প্রথম সন্তান দুয়া। তবে এখন পর্যন্ত দুয়ার ছবি প্রকাশ্যে আনেননি তিনি। তবে মাঝেমধ্যেই এই সময়টা কীভাবে কাটাচ্ছেন, তা ভাগ করে নেন সবার সঙ্গে। সেই সূত্রেই সবার জানার সুযোগ হয়েছে, মা হওয়ার পর নিজেকে অনেক বদলে ফেলেছেন দীপিকা। একই সঙ্গে বদলে ফেলেছেন প্রতিদিনের কাজের রুটিন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তাইওয়ান ঘিরে দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া চীনের
তাইওয়ানকে ঘিরে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া করে চীন। তাইওয়ান প্রণালিতে মহড়ার সময় ১০টি চীনা যুদ্ধজাহাজ অংশ নেয়।
প্রথমবারের মতো চীন এ মহড়ার কোড নাম দিয়েছে ‘স্ট্রেইট থান্ডার-২০২৪এ’। তারা বলেছে, দ্বীপটিতে অবরোধ করা এবং নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা বাড়াতে মনোনিবেশ করা হয়েছে।
চীনের এ মহড়ার সমালোচনা করেছে তাইওয়ান।
গত মঙ্গলবার তাইওয়ানকে ঘিরে মহড়া শুরু করে চীন। এদিন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তেকে ‘পরজীবী’ হিসেবে অভিহিত করেছে চীন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এশিয়া সফরের আগে এবং লাইয়ের কথার জবাব দিতে এ মহড়া করে চীন। চীন তাঁর এ সফরের বিরোধিতা করে আসছে। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন।
তবে তাইওয়ান বারবার এ দাবি অস্বীকার করেছে। গত বছর গণতান্ত্রিকভাবে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিং তে। তবে চীন তাঁকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করে। তিনি নির্বাচিত হওয়ার পরও চীনের দাবিকে অস্বীকার করেন।