কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অনাস্থার মুখে গত ৭ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন। তবে তার দল লিবারেল পার্টি নতুন নেতা না পাওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি তার চলে যাওয়া উপলক্ষ্যে তাকে ধন্যবাদ জানাতে ভার্চুয়ালি ‘থ্যাংক ইউ’ কার্ড উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে। ভার্চুয়ালি ‘থ্যাংক ইউ’ এই কার্ডে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে পুরো কানাডায়। স্বাক্ষরকারী ব্যক্তি তার মতামতও যুক্ত করতে পারবেন এই কার্ডে। সারা দেশের মানুষের মন্তব্য এবং স্বাক্ষর সম্বলিত কার্ডটি ট্রুডোর হাতে তুলে দেওয়া হবে। 

প্রসঙ্গত, দলীয় সংসদ সদস্যদের অনেকটা বিদ্রোহের মুখে জাস্টিন ট্রুডো গত ৭ জানুয়ারি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কানাডার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পদত্যাগের দাবি শুধু বিরোধীরাই নয়, তার দলের মধ্যে থেকেও উঠেছিল। 

জাস্টিন ট্রুডো ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্বগ্রহণ করেন। সে সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

চলতি বছরের অক্টোবরে কানাডার ফেডারেল সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত নির্বাচনের জনমত জরিপে কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গুলিতে যুবক নিহত

বরিশালের উজিরপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান চলাকালে সিয়াম মোল্লা (২২) নামক এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পেটে গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামে এক কিশোর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত দু’জন সম্পর্কে মামাতো ভাই। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সীমান্ত গ্রাম বাহেরঘাটে এ ঘটনা ঘটে। সিয়াম উজিরপুরের গড়িয়া গ্রামের রিপন মোল্লার ছেলে। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানান, হাসপাতালে আনার পথে সিয়াম মারা যান। তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহত আরেক যুবককে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয় সূত্র জানায়, সকালে পুলিশের গোয়েন্দা শাখার লোকজন মাদকবিরোধী অভিযানে গেলে হাতাহাতি হয়। সন্ধ্যার পর যৌথ বাহিনী ফের অভিযানে গেলে মাদক কারবারিদের হামলার মুখে পড়ে। তখন আত্মরক্ষায় গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হন।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ সিয়ামকে তাঁর মোটরসাইকেলে তুলে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। 

এ বিষয়ে উজিরপুর থানার ওসিকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। আগৈলঝাড়া থানার ওসি জানান, ঘটনাস্থলে র্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন। আগৈলঝাড়া থানা পুলিশও ঘটনাস্থলে গেছে। দু’জন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে বলে তিনি শুনেছেন।

সম্পর্কিত নিবন্ধ