কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
Published: 29th, January 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় বাঁধন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরো দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় দৌলতপুর উপজেলার মহেষকুন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন মহেষকুন্ডি কলেজ পাড়া এলাকার সিলন হোসেনের ছেলে। সে মহেষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজন কামরুল ও নাবিল একই শ্রেণির শিক্ষার্থী। তারা তিনজন বন্ধু ছিলো।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, তিনজন কিশোর মোটরসাইকেল নিয়ে সন্ধ্যায় মহেষকুন্ডি থেকে ময়রামপুর যাওয়ার সময় পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক বাঁধন ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুজনকে আহত অবস্থায় স্থানীয়রা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকরা।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা/কাঞ্চন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’