Risingbd:
2025-03-12@16:07:47 GMT

দক্ষিণ কোরিয়ার বিমানে আগুন

Published: 28th, January 2025 GMT

দক্ষিণ কোরিয়ার বিমানে আগুন

দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের পিছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনার পরপর দ্রুত ১৭৬ জন আরোহীকে নামিয়ে আনা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার বুসান বিমানের এয়ারবাস এ৩২১-এর দক্ষিণ-পূর্ব বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটের দিকে বিমানটিতে আগুন ধরে যায়। মোট ১৬৯ জন যাত্রী এবং সাতজন বিমান কর্মীকে নামিয়ে আনা হয়েছে।

বিবৃতিতে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, বিমানের পিছনের অংশে আগুন লেগেছে।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, সরিয়ে নেওয়ার সময় তিন যাত্রী সামান্য আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১১টা ৩১ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণরূপে নিভে যায়।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে পরিবহন শ্রমিকের মৃত্যু

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হবি (৩২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার রাতে উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকালে মৃত্যু বরণ করেন।

নিহত হাবিবুর রহমান উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং পার্শবর্তী সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধায় নতুন ভাড়া বাসায় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হাবিবুর রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।

তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, বিদ্যুৎ স্পর্শে শ্রমিক মারা যাওয়া বিষয়টি অবগত রয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।
 

সম্পর্কিত নিবন্ধ