পিএফইসি গ্লোবালের মাল্টি-ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন ডে
Published: 28th, January 2025 GMT
শিক্ষার্থীদের দেশের বাইরে পড়ার স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করতে এডুকেশন কনসালটেন্সি ফার্ম পিএফইসি গ্লোবাল আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন ডে’।
আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরের সিমা ব্লসম টাওয়ারের দ্বিতীয় তলার অফিসে এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, ইউরোপ, জাপান, নিউজিল্যান্ড এবং মালয়েশিয়াসহ বিশ্বের শীর্ষ গন্তব্যগুলোর শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীরা সরাসরি কোর্স, স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ও পড়াশোনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পারবেন।
অনুষ্ঠানে অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ। ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইএলটিএস এবং পিটিই কোর্সে ২৫ শতাংশ ছাড়।
বিস্তারিত জানা যাবে পিএফইসি গ্লোবাল -এর ওয়েবসাইট, কল সেন্টারে, বা তাদের ফেসবুক পেইজে। প্রেস বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয়েছে। এতে বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টা ২০মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।
অনুষ্ঠানে অংশ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।