দুর্বার রাজশাহী গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে ফেলেছে। দলটির সামনে শেষ চারে যাওয়ার ভালো সুযোগ আছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পাওয়া দলটির ক্রিকেটারদের পারিশ্রমিকের চেক আবারো বাউন্স করেছে।

জানা গেছে, সবার চেক বাউন্স হয়নি। সৌভাগ্যবান কয়েকজন ক্রিকেটার টাকা পেয়েছেন। অথচ চেক হাতে পেয়ে খুশিতে ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে সেলফি দিয়েছিলেন।

এর আগে বিপিএলের চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন। ম্যাচও বয়কট করতে চেয়েছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।

বিসিবি আশ্বস্ত করায় ম্যাচ খেলেছিলেন এনামুল-তাসকিন-বার্লরা। তাসকিনদের অবশ্য ওই যাত্রায় ২৫ শতাংশ ক্যাশে পারিশ্রমিক দেওয়া হয়েছিল। কথা ছিল, চেকের মাধ্যমে আরও ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়া হবে। কিন্তু তারা তা পাননি।

যে কারণে ঢাকা পর্বে ম্যাচ বয়কট করেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিদেশি ছাড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচও খেলে দুর্বার রাজশাহী।

ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিব জানিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে সকলে পারিশ্রমিক পেয়ে যাবেন। পারিশ্রমিক না দিলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু রাজশাহীর মালিকপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বারবার প্রতারণা করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার বিন্নগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম আলম বলেন, ‘‘বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই নবনির্মিত বাসার ছাদে পানি দিতেন। বুধবার রাতেও পানি দিতে ছাদে উঠেন তিনি। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে উঠেন। এ সময় ভাইকে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’’

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ