সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদ ভবনের নিচতলায়  শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী ও  ক্যাম্পাসের আশেপাশের এলাকার প্রায় ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণী পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.

মো. জসিম উদ্দিন, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান ও জাতীয় নাগরিক কমিটির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুর রহমান, আল হোসাইন প্রমুখ।

এ সময় অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন বলেন, “এমন সুন্দর একটি সমাজসেবা মূলক কার্যক্রমের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই। আশা করি আগামীতেও বিশ্ববিদ্যালয়সহ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তারা কাজ করে যাবে।”

এর আগেও সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঢাকা/আইনুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ তবস ত র ব তরণ

এছাড়াও পড়ুন:

পেহেলগামে হামলার পর ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বাধলেই সেটার প্রভাব পড়ে খেলাধুলায়। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষের ওপর হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ১০ জন।

এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করছে ভারত সরকার। এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদেরকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা মনে করে ভারত সরকার।

এ বছর ভারতের কোনো টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আর পিএসএল দেখা যাবে না

সম্পর্কিত নিবন্ধ