নরসিংদীতে ঘরে ঢুকে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখম করা হয়েছে কিশোরীর মাকে।  সোমবার রাতে নরসিংদী সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজারসংলগ্ন চা দোকানি মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত সুমনা আক্তার তিথি (১৩) মোফাজ্জলের মেয়ে এবং আহত আসমা বেগম (৪০) তাঁর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বাসায় স্ত্রী, মেয়ে তিথি ও চার বছরের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে থাকতেন মোফাজ্জল। সোমবার রাত ১১টার দিকে মোফাজ্জল দোকান থেকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রতিবন্ধী শিশুসন্তানকে অক্ষত অবস্থায় পান বাথরুমে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিথিকে মৃত ঘোষণা করেন। আর আসমা বেগমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন।

মোফাজ্জল হোসেন বলেন, ছোট বাড়িটির নিচতলায় কাপড়ের দোকানের গোডাউন। দোতলায় আমরা থাকি। মেয়ে তিথি স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। কে বা কারা কী কারণে এমন করল, বুঝতে পারছি না।

শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম বলেন, তিথির মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।

নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, কী কারণে এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নরস দ

এছাড়াও পড়ুন:

৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাস

বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী নভেম্বরে আসতে পারে ৪৯তম বিসিএস। এই বিসিএস থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও অন্য সদস্যরা। 

চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ৪৯তম বিসিএস থেকে যুগোপযোগী সিলেবাস হবে। নতুন সিলেবাস এমন হবে, যেন প্রার্থীরা বিশ্বের যেকোনো দেশে নিজেকে যোগ্য করে তুলতে পারেন। পিএসসি আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হবে।

পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে গবেষণা করছি। সেগুলোর সঙ্গে মিলিয়ে নতুন সিলেবাস করা হচ্ছে। নতুন সিলেবাসে মুখস্থ করার বিষয় কম থাকবে। শুধু সিভিল সার্ভিস নয়, প্রার্থীরা যেন গ্লোবাল ক্যান্ডিডেট হতে পারেন, সব ধরনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, সেভাবে সিলেবাস করা হচ্ছে।

পিএসসির আরেকটি সূত্র জানিয়েছে, ৪৯তম বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা থাকবে। তবে সিলেবাসের বিষয়গুলোতে পরিবর্তন আসবে।

সম্পর্কিত নিবন্ধ